রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

সন ১৪৩০ সালের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি


পূর্ণিমা আরম্ভ ও শেষ সময় 

২০-শে বৈশাখ, বৃহস্পতিবার রাত্রি ১১:০৬ ঘটিকা শেষ ২১-শে বৈশাখ রাত ১০:৫০ মিনিট।  

১৯ শে জ্যৈষ্ঠ, শনিবার দিবা ১০:৫০ মিনিট শেষ ২০ শে জ্যৈষ্ঠ দিবা ০৯:০৬ মিনিট। 

১৬-ই আষাঢ়, রবিবার রাত্রি ০৭:২২ মিনিট শেষ ১৭-ই আষাঢ় বিকেল ০৫:২৮ মিনিট।  

১৪-ই শ্রাবন, সোমবার রাত্রি ০৩:০৫ মিনিট শেষ ১৫-ই শ্রাবন রাত্রি ১২:৮৬ মিনিট।  

১২-ই ভাদ্র, বুধবার দিবা ১০:২৭ মিনিট শেষ ১২-ই ভাদ্র দিবা ০৭:৫৯ মিনিট।  

১০-ই আশ্বিন, বৃহস্পতিবার রাত্রি ০৬:৪৫ মিনিট শেষ ১১-ই আশ্বিন বিকাল ০৪:০৬ মিনিট।  

৯-ই কার্তিক, শুক্রবার রাত্রি ০৩:৪২ মিনিট শেষ ১০-ই কাত্তিক রাত্রি ০১:৫৬ মিনিট।  

৯-ই অগ্রহায়ণ, রবিবার দিবা ০৩:১৫ মিনিট শেষ ১০-ই অগ্রহায়ণ দিবা ০২:১৭ মিনিট।  

৮-ই পৌষ, সোমবার শেষ রাত্রি ০৫:১৭ মিনিট শেষ ৯-ই পৌষ শেষ রাত্রি ০৫:২২ মিনিট।  

৯-ই মাঘ, বুধবার রাত্রি ০৯:৩৯ মিনিট শেষ ১০-ইম্যাঘ রাত্রি ১০:৪৭ মিনিট। 

১০-ই ফাল্গুন, শুক্রবার দিবা ০৩:৩০ মিনিট শেষ ১১-ই ফাল্গুন সন্ধ্যা ০৫:২৪ মিনিট।  

১০-ই চৈত্র রবিবার, দিবা ০৯:৪৩ মিনিট শেষ ১১-ই চৈত্র দিবা ১১:৪৮ মিনিট।  


অমাবস্যার আরম্ভ ও শেষ সময় 

৫-ই বৈশাখ বুধবার, দিবা ১১:০২ মিনিট শেষ ৬-ই বৈশাখ দিবা ০৯:৪১ মিনিট।  

৩-রা জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার রাত্রি ০৯:১৫ মিনিট শেষ ৪-ঠা জ্যৈষ্ঠ রাত্রি ০৯:১৫ মিনিট।  

১-লা আষাঢ় শনিবার, দিবা ০৮:২৭ মিনিট শেষ ২-রা আষাঢ় দিবা ০৯:০৫ মিনিট।  

৩০-শে আষাঢ় রবিবার, রাত্রি ০৯:৩৪ মিনিট শেষ ৩১-শে আষাঢ় রাত্রি ১০:৫৬ মিনিট।  

২৯-শে শ্রাবণ মঙ্গলবার, দিবা ১২:১৮ মিনিট শেষ ৩০-শে শ্রাবন দিবা ০২;১৫ মিনিট।  

২৬-শে ভাদ্র বুধবার, শেষরাত্রি ০৪:৩২ মিনিট শেষ ২৮ শে ভাদ্র দিবা ০৬:৩০ মিনিট।  

২৫-শে আশ্বিন শুক্রবার, রাত্রি ০৯:২৭ মিনিট শেষ ২৬শে আশ্বিন দিবা ০২:৩৩ মিনিট।  

২৫-শে কার্তিক রবিবার, দিবা ০২:০৬ মিনিট শেষ ২৬শে কার্তিক দিবা ০২:৩৩ মিনিট।  

২৪-শে অগ্রহায়ণ সোমবার,শেষরাত্রি ০৫:৩৯ মিনিট শেষ ২৫-শে অগ্রহায়ণ শেষরাত্রি০৫:০৫ মিনিট।   

২৪-শে পৌষ বুধবার, রাত্রি ০৭:৩৫ মিনিট শেষ ২৫-শে পৌষ রাত্রি ০৬:০৭ মিনিট।  

২৫-শে মাঘ শুক্রবার, দিবা ০৭:৩৩ মিনিট শেষ ২৫-শে মাঘ সন্ধ্যা ০৫:৪৩ মিনিট।  

২৫-শে ফাল্গুন শনিবার, সন্ধ্যা ০৫:৪৩ মিনিট শেষ ২৬-শে ফাল্গুন দিবা ০৩:২০ মিনিট।  

২৪-শে চৈত্র রবিবার, রাত্রি ০২:৩৪ মিনিট শেষ ২৫-শে চৈত্র রাত্রি ১২:১৩ মিনিট।  







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন