অশুভ শক্তি থেকে বাঁচতে গৃহশুদ্ধি
|
৪ |
৫৬ |
১৬ |
৬০ |
|
৩২ |
৪৪ |
২০ |
৪০ |
|
৫২ |
৮ |
৬৪ |
১২ |
|
৪৮ |
২৮ |
৩৬ |
২৪ |
গৃহের প্রধান দরজার ওপর অথবা দরজার পাশের দেওয়ালে এই যন্ত্রটি রচনা করেন। দেওয়ালের ওপর ঘি অথবা তেল সিঁদুর গুলি ডানহাতের মধ্যমা অঙ্গুলি দ্বারা পর্যাপ্ত বড় আকারে লিখে নিতে হবে। এরফলে অশুভ শক্তির প্রভাব থেকে গৃহ মুক্ত হবে। বাস্তু সংক্রান্ত সমস্যার সমাধান অনেকাংশ ঘটবে। যন্ত্রটি ঘরের বা বাড়ির বাইরে তো লিখতেই হবে, কাছে রাখার জন্যও বলা হয়েছে। এই যন্ত্র লেখার দিন হলো দীপান্বিতা অর্থাৎ দেওয়ালির রাত্রি। এই দিনই প্রশস্ত বলা হয়েছে। উপরন্তু আবশ্যকতা অনুসারে যেকোনো অমাবস্যার রাতে লেখা অত্যন্ত লাভদায়ক হবে। গৃহে সকলে সমস্যার মধ্যে থাকলে যন্ত্রটি ভূর্জপত্র বা সাদা কাগজে অষ্টগন্ধা দ্বারা লিখতে হবে এবং কবজ বা মাদুলিতে ভোরে গলায় ধারণ করতে হবে এবং যন্ত্রটি বাড়ির দেওয়ালে সিঁদুর দ্বারাও লিখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন