শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

দশমপতি দ্বাদশ ভাবের অবস্থানফল

দশমপতি দ্বাদশ ভাবের অবস্থানফল 


১. দশমপতি লগ্নে থাকলে মাতৃবৈরী, পিতৃভক্তি, দুঃখী, ও বাল্যে পিতৃহীন হবার সম্ভাবনা থাকে। 

২. দশমপতি দ্বিতীয়ে থাকলে "ক্ষেত্র সিংহাসন যোগ" হয়। জাতক নিজ কর্মবলে প্রচুর ধন উপার্জন করে পোষ্যবর্গকে পোষণ করে থাকে। 

৩. দশমপতি তৃতীয়ে থাকলে জাতক ভাতৃবৎসল হয়, অধীনস্থ ব্যাক্তির ক্ষতি করতে অক্ষম হয়। এবং সমাজসেবায় যশোলাভ করে থাকে। 

৪. দশমপতি চতুর্থে থাকলে জাতক পিতামাতার অনুরাগী হয়। সে বহু সম্পত্তি এবং যানবাহন লাভ করে থাকে। রাজানুগ্রহ লাভ করে সে যশস্বী হয় এবং কর্মদ্বারা শ্রেষ্ঠবন্ধু লাভ করতে পারে। 

৫. দশমপতি পঞ্চমে থাকলে জাতকের কর্মে সৃজনী প্রতিভা থাকে। তার সৎপুত্রলাভ হয়। সে গীতবাদ্যপ্রিয় হয় এবং শ্রেষ্ঠ ব্যাক্তির নিকট হতে তার সম্মান লাভ হয়। 

৬. দশমপতি ষষ্ঠে থাকলে জাতক শত্রুহন্তা হয়। সে নিজ ক্ষমতায় শত্রুকে বশীভূত করতে পারে। এবং পিতার সম্পদের অধিকারী হয়। সে রাজানুগ্রহ লাভ করে থাকে। 

৭. দশমপতি সপ্তমে থাকলে জাতকের স্ত্রী সুন্দরী, সেবাপরায়ণা ও পুত্রবতী হয়। 

৮. দশমপতি অষ্টমে থাকলে জাতকের দুষ্টপ্রকৃতি জন্মে এবং সে মিথ্যাবাদী ধূর্ত ও চোর হয়। শুভগ্রহ হলে এই অশুভ ফল লাভ হয়না। শুভ হয়। 

৯. দশমপতি নবমে থাকলে জাতক ভাগ্যবান, চরিত্রবান, চিন্তাশীল ও শ্রেষ্ঠবন্ধুযুক্ত হয়। তার মাতা পুণ্যশীলা হয়। 

১০. দশমপতি দশমে থাকলে জাতক শ্রেষ্ঠব্যাক্তি, খ্যাতিমান এবং কর্মী হয়। তার মাতৃসুখে সুখী হয় এবং পিত শ্রেষ্ঠ ব্যাক্তি হন। 

১১.দশমপতি একাদশে থাকলে জাতক ধনী, খ্যাতিমান এবং শ্রেষ্ঠবন্ধুযুক্ত হয়। 

১২. দশমপতি দ্বাদশে থাকলে জাতক অলসপ্রকৃতি  ও কর্মবিমুখ হয়। সে পিতৃনিন্দুক হয়। শুভগ্রহ হলে বিপদ থেকে যুক্তিলাভ করে। 




















 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন