শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

দ্বিগ্রহ যোগে জাতক/জাতিকার বৃত্তি নির্দেশ

১. রবি-চন্দ্র যোগ - লগ্নের দশম রবি ও চন্দ্র একত্রে অবস্থান করলে জাতক শিক্ষক,সাহিত্যিক,চিকিৎসক,রসায়নবিদ ও সরকারি চাকুরীজীবি হবার সম্ভাবনা থাকে।

রবি-মঙ্গল যোগ - লগ্নের দশম স্থানে রবি মঙ্গল থাকলে জাতক কোনো প্রশাসনিক কর্মে,জ্যোতিষ বা অর্থবিভাগে বা কেরানির কাজে লিপ্ত হতে পারে।

রবি-বুধ যোগ - লগ্নের দশম স্থানে রবি ও বুধ একত্রে থাকলে জাতক চিকিৎসক,আইনজীবী, জ্যোতির্বিদ,জ্যোতিষী,হিসাবরক্ষক,ব্যাবসায়ী,ও উচ্চপদস্থ সরকারি কর্মচারী হতে পারে।

রবি-বৃহস্পতি যোগ- লগ্নের দশম রবি বৃহস্পতি স্থিত হলে জাতক যোগী, বেদান্তবাগীশ,কোনো ধর্মীয় সংস্থার প্রধান,বিচারক বা দার্শনিক হতে পারে। তাছাড়া উক্ত দশম স্থানে পূর্ণ চন্দ্রের দৃষ্টি পতিত হলে জাতক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি ইত্যাদি হতে পারেন।

রবি-শুক্র যোগ - লগ্নের দশম স্থানে রবি শুক্র একত্রে থাকলে জাতক সরকারি কর্মে লিপ্ত হন। বা স্ত্রীলোকের উপর নির্ভরশীল হয়ে থাকে।

রবি শনি যোগ- লগ্নের দশম স্থানে রবি শনি একত্রে থাকলে জাতক ধাতু বা মৃৎশিল্পী হতে পারে। পিওন, আর্দালি, বা কেরানি হতে পারে। রবি ও শনি উক্ত স্থানে দুর্বল হলে জাতক মেধাহীন,দুঃখকষ্ট ভোগী এবং পারিবারিক দিক থেকে অশান্তি ভোগ করে থাকেন।

রবি রাহু যোগ - লগ্নের দশম রবি ও রাহু একত্রে অবস্থিত হলে জাতক গুন্ডা,মূর্খ, অসাধু কর্মে লিপ্ত, সমাজবিরোধী, বা কর্মহীন কাজে লিপ্ত হতে পারেন।

রবি কেতু যোগ - লগ্নের দশম রবি ও কেতু একত্রে থাকলে জাতক সংসার ত্যাগী, বা আধ্যাত্বিক দিক থেকে উন্নত হয়ে থাকে কিন্তু দশমস্থ রবি ও কেতু দুর্বল হলে জাতক প্রবঞ্চক, ও অসাধু কর্মে যুক্ত হয়ে পড়তে পারেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন