শনিবার, ২ জানুয়ারি, ২০২১

২০২১ সালের রাশিগত জ্যোতিষ প্রতিকার


মেষরাশি :

১. তামা বা সোনার আংটিতে  রক্তপ্রবাল ধারণ করুন অনামিকাতে। 

২. স্বাস্থ্যের উন্নতির জন্য অনন্তমূল ধারন করুন। 

৩. প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন। 

৪. দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যেকোনো একটি দর্শন করুন। 

৫. গৃহে সত্যনারায়ণ পূজা করুন। 

৬. সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। 

বৃষরাশি :

১. সোনা বা রুপার আংটিতে অপ্যাল বা হীরা ধারণ করুন। 

২. শুক্রবার দরিদ্র ভিক্ষুকদের সাদা মিষ্টি দান করুন। 

৩. প্রতিদিন আদ্যাস্ত্রোত্র পাঠ করুন। 

৪. মহামৃত্যঞ্জয় কবজ ধারণ করুন। 

৫. লক্ষ্মী পাদুকা গৃহে স্থাপন করুন। 

মিথুনরাশি :

১. উন্নতমানের পান্না কনিষ্ঠাঙ্গুলে ধারন করুন। 

২. পরিবারে প্রবীণ মহিলাদের বস্ত্র দান করুন। 

৩. নবগ্রহ স্তোত্র পাঠ করুন। 

৪. গৃহে বা ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মীশ্রী যন্ত্র স্থাপন করুন। 

৫. পঞ্চমুখী রুদ্রাক্ষ ৩টি গলায় ধারণ করুন। 

কর্কটরাশি :

১. যেকোনো সোমবার চন্দ্রের হোরা চলাকালীন সময়ে উৎকৃষ্ট মুক্ত ধারণ করুন। 

২. হনুমান চালিশা ও গণেশের ধ্যান প্রত্যহ পাঠ করুন। 

৩. ডানহাতের কব্জিতে লাল ও হলুদ সুতো ইষ্টদেবতাকে স্মরণ করে বেঁধে নিন। 

৪. প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করুন। 

৫. গৃহের শিবলিঙ্গের ওপর প্রতি সোম ও বৃহস্পতিবার বেলপাতা প্রদান করুন। 

সিংহরাশি :

১. যেকোনো রবিবার সোনার আংটিতে রুবি বা মানিক ধারণ করুন। 

২. প্রবাহমান জলে গমের আটার গুলি বানিয়ে ভাসিয়ে দিন। 

৩. প্রতিদিন ঘর মোছার সময় লবন দিয়ে ঘর মুছুন। 

৪. বৃহস্পতিবার উপবাস রাখতে পারেন। 

৫. রবি প্রণাম মন্ত্র প্রতিদিন স্নানের পর পাঠ করুন। 

৬. গলায় সাদা বা কালো হকিক ধারণ করুন। 

কন্যারাশি :

১. যেকোনো বুধবার উৎকৃষ্ট শ্রেণীর পান্না কনিষ্ঠা আঙুলে সোনার আংটিতে ধারণ করুন। 

২. মুগডাল জলে ভিজিয়ে গরুকে খেতে দিন। 

৩. প্রতি শুক্রবার দুর্গাস্ত্রোত্র পাঠ করুন। 

৪. শুক্রবার কালীমাতাকে লাল জবাফুল অর্পণ করুন। 

৫. মানিব্যাগে ছোট রুপোর বল রেখে দিন। 

৬. পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটি গলায় ধারণ করুন। 

তুলারাশি :

১. যেকোনো শুক্রবার রুপোর আংটিতে হীরা বা অপ্যাল রত্ন ধারণ করুন। 

২. অষ্টধাতুর আংটিতে নীলা বা এমিথিস্ট ধারণ করুন। 

৩. কাঁচাকলা প্রবাহমান জলে নিক্ষেপ করে মনোবাঞ্ছা জানান। 

৪. মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকাল সন্ধ্যা জপ করুন। 

৫. নবগ্রহ স্ত্রোত্র সকাল সন্ধ্যা পাঠ করুন। 

বৃশ্চিকরাশি :

১. উৎকৃষ্ট শ্রেণীর প্রবাল তামার আংটিতে ধারণ করুন। 

২. গলায় রৌপ্যকেন্দ্রিক চন্দ্রযুক্ত মুক্ত ধারন করুন। 

৩. শুভ কাজে যাওয়ার আগে জাফরানের তিলক কপালে আঁকুন। 

৪. তামার পাত্রে জল ও চিনি রেখে সূর্য উদয় হওয়ার আগে ছাদে রেখে আসুন। 

ধনুরাশি :

১. শুভফলের জন্য বৃহস্পতিবার বেলা ১২:০০ থেকে ১:৩০ এর মধ্যে উৎকৃষ্টশ্রেণীর পোখরাজ তর্জনীতে ধারণ করুন। 

২. প্রতি শনিবার পিপুল গাছকে স্পর্শ না করে জল সরবরাহ করুন। 

৩. রবিবার সকাল ৮:০০ আগে অনামিকাতে রুবি বা মানিক্য ধারণ করুন। 

৪. তিনমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করুন। 

৫. প্রতি শনিবার শনি মন্দিরে দেবতা সাধ্যমতো সরিষার তেল অর্পণ করুন। 

মকররাশি :

১.যেকোনো শনিবার পঞ্চ বা অষ্টধাতুর আংটিতে নীলা বা এমিথিস্ট ধারণ করুন। 

২. যেকোনো ধাতুতে আংটিতে বানিয়ে অপ্যাল রত্ন ধারণ করুন। 

৩. যেকোনো মঙ্গলবার অভাবী মানুষকে সাধ্যমতো দান করুন। 

৪. বুধবার গরুকে নিজ হাতে খেতে দিন। 

৫. প্রত্যহ নবগ্রহ স্ত্রোত্র সকাল সন্ধ্যা পাঠ করুন। 

৬. প্রত্যহ সংকট স্ত্রোত্র সকাল সন্ধ্যা পাঠ করুন। 

কুম্ভরাশি :

১. যেকোনো শুক্রবার হীরা বা অপ্যাল রত্ন ধারণ করুন। 

২. চতুর্মুখি বা সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 

৩. প্রতিবন্ধী কোনো ব্যাক্তিকে আহার্য দান করুন। 

৪. প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর ধ্যান ও প্রণাম মন্ত্র পাঠ করুন। 

৫. প্রতিদিন সকাল সন্ধ্যা আদ্দ্যা  স্ত্রোত্র পাঠ করুন সকাল সন্ধ্যা। 

৬. পঞ্চমুখী রুদ্রাক্ষ তিনটি গলায় ধধারণ করুন। 

মীনরাশি :

১. শুভফলের জন্য বৃহস্পতিবার বেলা ১২:০০ থেকে ১:০০ এর মধ্যে উৎকৃষ্টশ্রেণীর পোখরাজ তর্জনীতে ধারণ করুন। 

২. দ্বিমুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 

৩. প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন। 

৪. প্রতি শনিবার সরিষার তেল শনিদেবকে উৎসর্গ করুন। 

৫. গৃহে স্বস্তিক বা ওম চিহ্ন লাগান। 


বিঃদ্র: রত্নের ক্ষেত্রে পুরুষেরা ডানহাত ও নারীরা বামহাতে রত্ন ধারণ করবেন    










 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন