১. গারনেট - বৃশ্চিক, কুম্ভ বা মীন লগ্নে জন্ম যাদের এবং জন্মকালীন রবি বা চন্দ্র এই তিনটি রাশির কোনো একটি রাশিতে অবস্থান করলে গারনেট ধারণ করা উচিত।
২. ফিরোজা - বৃষরাশির জাতক জাতিকা ফিরোজা ব্যবহার করতে পারে।
৩. হকিক - যেসকল বিবাহিত নারীর মিথুনরাশিতে রবি বা চন্দ্র অবস্থিত অথবা যাদের মিথুনলগ্নে জন্ম তাদের সার্বিক সুখশান্তির জন্য হকিক ব্যবহার করা যেতে পারে।
৪. মুনস্টোন - যাঁরা কৃষ্ণপক্ষে জন্মগ্রহণ করেছেন তাঁরা মুনস্টোন ধারণ করলে ভবিষ্যতের পূর্বাভাস পেতে পারেন। আবার যাঁরা শুক্লপক্ষে জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবনের নানাবিধ অশান্তিনাশ করে।
৫. স্ফটিক - জন্মসময়ে রবি মেষ বা তুলারাশিতে অবস্থিত হলে মুনস্টোন ধারণ না করে স্ফটিক ধারণ করলে শুভফল পাবে।
৬. তুরমলিন - জন্মসময়ে রবি বৃষ বা বৃশ্চিকরাশিতে অবস্থিত হলে তুরমলিন ধারণ করা যায়।
৭. লাপিসলাজুলি - জন্মকুণ্ডলীতে রবি কর্কট বা মকররাশিতে অবস্থিত হলে লাপিসলাজুলি, প্রবাল ও ওপাল ধারণ করা উচিত নয়।
৮. এমেথিস্ট - যাদের জন্মলগ্ন মকররাশি এবং জন্মকালে রবি বা চন্দ্র মকর রাশিতে অবস্থিত এবং যাদের চুনী ক্রয় করার সামর্থ্য নেই, তাদের পক্ষে এই রত্নটি ধারণে সর্বপ্রকার শুভ হয়ে থাকে।
৯. ব্লাডস্টোন - শুধুমাত্র রুপাতেই ব্লাডস্টোন ধারণ করতে হয়। এই রত্নটি শুধুমাত্র পুরুষের উপযুক্ত, স্ত্রীলোকেরা এই রত্নের পরিবর্তে একোয়ামেরিন ধারণ করবেন।
১০. ক্রাইসো - এই রত্নটি হাতে বা গলায় ধারণ করা যেতে পারে। কিন্তু যেসকল জাতক জাতিকার জন্মকালে রবি মীন বা কর্কটরাশিতে অবস্থিত তাদের পক্ষে এই রত্ন ধারণ করা উচিত নয়।
১১. সার্ডনিক্স - রবিগ্রহের প্রতিকারে চুনীর পরিবর্তে এই রত্নটি ধারণ করা যেতে পারে।
১২. কর্ণেলিয়ান - যাদের জন্মসময়ে রবি কন্যারাশিতে অবস্থিত, তাদের কখনো হলুদ বর্ণের এই রত্নটি ধারণ করা উচিত নয়।
১৩. জেড - জন্মসংয়ে রবি ধনুরাশিতে বা মিথুনে অবস্থিত হোম তাদের পক্ষে জেড বা কর্ণেলিয়ান ধারণ করা সঙ্গত। জেড শুধুমাত্র রুপার আংটিতে বা লকেট, কবজে ধারণ করা যায়।
১৪. ওপাল - যাদের রাশিতে চন্দ্র ও শুক্র কু- দৃষ্টিতে থাকে, তারা এই রত্ন ধারণ করলে পাপগ্রহের দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে। যারা অক্টোবর মাসে জন্মগ্রহণ করেছেন তারা এই ধারণ করলে ভাগ্য ক্রমে ক্রমে পরিবর্তিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন