বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

২০২১ সালের সার্বিক রাশিফল

মেষরাশি :

২০২১ সালের কর্মজীবন :

মেষের জাতকজাতিকদের কর্মজীবনে এই বছর শুভ প্রভাব পড়তে চলেছে।  কর্মস্থানে অর্থাৎ দশম গৃহে শনি সারাবছর অবস্থান করবে। ফলে কঠোর পরিশ্রম করতে হবে। শেষের দিকে অবশ্যই সাফল্য আসবে। কর্মক্ষেত্রে বিভিন্ন যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু লাভ হতে পারে। প্রবাসে গিয়ে যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন তাদের পক্ষে বছরটি অনুকূল হতে চলেছে। 

এই বছর শুরুতে ফেব্রুয়ারী থেকে মার্চের মধ্যে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার ওপর মিথ্যা অপবাদ, লাঞ্ছনা অপমানজনক পরিস্থিতি সহ্য জোরটা হতে পারে। এক্ষেত্রে কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এবং এর প্রভাব ব্যাক্তিগত জীবনেও পড়বে। 

যেসকল জাতক জাতিকা ব্যাবসার সাথে যুক্ত তাদের ব্যাবসার পরিধি ও গতি বাড়ানোর জন্য নতুন বোঝাপড়া গুলি মাসের প্রথমে সেরে ফেলতে হবে। এতে ভবিষ্যতে লাভবান। হবেন বছরের শেষে কিছু লোকসান বা ক্ষতির সম্মুখীন হতে পারেন। 

২০২১ সালের অর্থনৈতিক জীবন :

এই বছর  আর্থিক দিক থেকে কিছু সমস্যার সুম্মুখীন হতে হবে। যদিও এই বছর আপনি ক্রমাগত এগিয়ে যাবেন ও উন্নতি করবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার রাশি থেকে একাদশে অবস্থান করবেন ফলে কিছু আর্থিক লাভের মুখ দেখতে পারেন। বৃহস্পতির গোচরে আর্থিক সমস্যা থেকে অনেকাংশে মুক্ত হবেন। চাপ অনেকটা কমবে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে সতর্ক হন। এই সময় চড়াই উৎড়াই এর মধ্যে দিয়ে চলতে হবে। আর্থিক স্থিতি কিছুটা ঘাটতি হবে। ২০-শে নভেম্বরের পর পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হবে। বছরের শেষে রাহুর উপস্থিতি আপনার রাশি থেকে দ্বিতীয়ে থাকার ফলে অর্থ আমদানির বিশেষ কিছু সুবিধা পাবেন। এবং সঠিক ভাবে কাজে লাগাতে পারলে অর্থবান হয়ে উঠতে পারেন। 

এই সময় ব্যয় বাড়বে। রোগভোগের জন্য বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতির কারণে খরচ বাড়তে পারে। 

ডিসেম্বর মাস থেকে একটি ভালো সময় শুরু হবে। বছরের শেষে রাহু দ্বিতীয় ঘরে উপস্থিত হওয়ার ফলে অর্থ উপার্জনের বহু সুযোগ আসবে। এই সুযোগ গুলি ঠিকঠাক কাজে লাগাতে পারলে অর্থনৈতিক পরিস্তিতির উন্নতি ঘটবে। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটার সঙ্গে সঙ্গে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। আর্থিক ভাবে কিছুটা সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

২০২১ সালের শিক্ষা :

শিক্ষার্থীরা এই বছর মিশ্র ফলাফল পাবেন। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহী হবেন ও সাফল্য পাবেন। কঠোর পরিশ্রম করা বাঞ্চনীয়। এপ্রিল মাস থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যাক্তিগত জীবনে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। যার প্রভাব শিক্ষায় পড়তে পারে। এই ব্যাপারে সতর্ক হন। মে-মাস থেকে জুলাই পর্যন্ত অবস্থার পরিবর্তন ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যুক্ত জাতক জাতিকা প্রস্তুতি চূড়ান্ত হবে। নভেম্বর মাস কৃতকার্য হওয়ার সেরা মাস। এই সময় শনি দেবের সাহায্য আপনি পাবেন। মঙ্গলের গোচর ৬-ই সেপ্টেম্বর থেকে ২২-শে অক্টোবর পর্যন্ত থাকবে, এই সময় শিক্ষার্থীরা প্রচুর সুযোগ পাবেন। এছাড়াও একাদশে শুভ বৃহস্পতির উপস্থিতি আপনাকে শুভ ফল দেবে। প্রবাসে যাবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এই বছর সাফল্য আসবে। এবং শিক্ষার্থীরা তাদের পছন্দসই স্কুল কলেজে ভর্তি হতে পারবেন। 

২০২১ সালের পারিবারিক জীবন :

এই বছর পারিবারিক জীবন থেকে বিশেষ কিছু পরিবর্তন আশা করা উচিত হবে না। কারণ শনির চতুর্থ ঘরে অবস্থান সারা বছর এই গৃহকে প্রভাবিত করবে।আপনার কর্মের ফল যা আসবে তা পারিবারিক সুখের অভাব বোধ করবে। অধিকাংশ সময় একাকীত্ব আপনাকে গ্রাস করতে পারে। নিজের গৃহ ছেড়ে বেশ কিছু ক্ষেত্রে অন্যত্র আশ্রয় নিতে হতে পারে। এই সময় পরিবারের সমর্থন পাবেননা। হতাশা ও বিরক্তি একটি কারণ হতে পারে। কাজের চাপে পরিবাকে সময় দেওয়া হয়ে উঠবে না। ফলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। 

জুলাই ও আগস্ট মাসে পারিবারিক সমস্যা বাড়তে পারে। পিতামাতার স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে বিবাদ না বাড়িয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তবে শুভ গ্রহের গোচরে কিছুটা স্বস্তি পেতে পারেন। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পরিস্তিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। পরিবারের সদস্যরা আপনাকে বুঝতে চেষ্টা করবে। এই সময় ভ্রাতাভগিনীদের নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিশেষত তাদের কর্মস্থলে বড়ো সমস্যার সৃষ্টি হতে পারে। এবং স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :

দাম্পত্য জীবনে এই বছর কিছুটা সুখের অভাব ঘটতে চলেছে। মঙ্গল মেষরাশিতে বসে বছর শুরু করবেন। সঙ্গিনীর সঙ্গে বিরোধ চলবে এবং উভয়ের কিছু গোপনীয়তা থাকবে। শনির দৃষ্টি রাশিচক্র থেকে সপ্তমে থাকবে ফলে বিবাহিত জীবন সমস্যার ওতে পারে। শুক্র ২১-শে মার্চ থেকে ২৭-শে মার্চ পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে। এই সময় দাম্পত্য সুখ উপভোগ করবেন। এমন পরিস্থিতিতে আপনার রাশিচক্রে একাদশ ঘরে তাদের উপস্থিতি উভয়ের মধ্যে বিভেদ দূর করে সম্মান বাড়াতে সাহায্য করবে। 

মা ও স্ত্রীর মধ্যে চূড়ান্ত মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি মায়ের পক্ষপাতিত্ব করলে সমস্যা আরো বাড়ার সম্বাবনা থাকছে। এপ্রিল মাস থেকে অবস্থার উন্নতি ঘটতে পারে। এই শুভ অবস্থা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সন্তান লাভ ঘটতে পারে। স্ত্রীর ক্ষেত্রে যানবাহন জনিত ভয় রয়েছে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বছর অনুকূল ফলাফল পাবেন। বছরের শুরুটা খুব ভালো না হলেও এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় আপনার ভালোবাসা বিবাহে পরিণত হতে পারে। পারস্পরিক সম্পর্ক আপনাকে আরো সতেজতা এবং আনন্দময় অনুভূতি প্রদান করবে। প্রেমিক প্রেমিকা উভয়েই কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা গ্রহন করতে পারেন। 

নভেম্বর মাসের মাঝামাঝি থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকার পরিবার থেকে চাপ আস্তে পারে। যা আপনার ভালোবাসার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে শান্ত থেকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। যদি অন্যান্য গ্রহের অবস্থান আপনার পক্ষে না থাকে তাহলে জুন ও জুলাই থেকে বিরোধের সূত্রপাত ঘটতে পারে। 

২০২১ সালের স্বাস্থ্য জীবন :

এই বছর স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ভালো ফল পাবেন। গ্রহের অবস্থান এই বছর গুরুতর সমস্যা দেখায় না , তবে বেশ কিছু ক্ষেত্রে ক্লান্তি ও অবসন্নতা বোধ করতে পারেন। রাহু ও কেতু যথাক্রমে আপনার দ্বিতীয় ও অষ্টম ঘরে থাকায় পেটের সমস্যা দেখা দিতে পারে। দৈনিক আহারের দিকে যত্নবান হতে হবে। মলদ্বারে সমস্যা, রক্তের সমস্যা, কোমর ব্যাথা, অনিদ্রা,  বায়ুরোগ, বদহজম ইত্যাদি ছোটোখাটো সমস্যা ছাড়া কোনো বিশেষ গুরুতর সমস্যা দেখা না দেওয়ার সম্ভাবনাই রয়েছে। 

বৃষরাশি :

২০২১ সালের কর্মজীবন :

এই বছর কর্মজীবন বা ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বিশেষ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। কর্মফলের অধিপতি শনি সারাবছর ভাগ্যস্থানে বা নবম গৃহে অবস্থান করবে। ফলে ভাগ্য উত্থানের পিছনে শনির বড়ো ভূমিকা থাকবে। যেসকল জাতক জাতিকা তাদের পেশা বা চাকরি পরিবর্তন করতে চলছেন তাদের পক্ষে এই বছরটি ইতিবাচক ফলাফল এনে দিতে পারে। কর্মস্থল স্থানান্তরের ক্ষেত্রে যারা প্রয়াস চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ হবে এবং তাদের প্রত্যাশা পূরণ পূরণ হবে। বেকার জাতক জাতিকাদের নতুন কাজের সুযোগ আসবে। 

ব্যাবসায়ীদের ক্ষেত্রে বছরটিতে যত্নশীল হতে হবে। অংশীদারি কারবারের সাথে যারা যুক্ত হতে চলেছেন তারা বিনিয়োগ বিনিয়োগ বুঝেশুনে করুন। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। ব্যাবসায়ে কোনোরকম অসৎ পন্থা অবলম্বন করলে ভবিষতে বিপদে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে কোনোরকম শর্টকার্ট অবলম্বন করা চলবে না। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মজীবনে নিঃশেষ সাফল্য আসতে চলেছে। 

২০২১ সালের আর্থিক জীবন :

আর্থিক জীবনের ক্ষেত্রে এই বছর বৃষরাশির জাতক জাতিকারদের মিশ্র ফলাফল প্রদান করবে। বছরের শুরুতে মঙ্গল আপনার রাশিঃস্থিত হওয়ার ফলে ব্যয় বাড়িয়ে তুলবে এবং সময়ের সাথে সাথে অপব্যয়ের মাত্রা বাড়তে ঠেকবে। জানুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুরো নভেম্বর মাস পর্যন্ত অর্থনৈতিক পরিস্হিতি বিশেষ ভাবে বিড়ম্বিত হতে পারে। এই সময় প্রতিটি লেনদেন ক্ষেত্রে আপনাকে বিশেষ যত্নবান হতে হবে। অন্যথায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

এই বছর স্ত্রী বা প্রেমিকার দ্বারাও আর্থিক পরিস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে। তাদের দাবি মেটানোর ক্ষেত্রে আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও কিছু বিলাসবহুল দ্রব্য ক্রয়ের জন্য আর্থিক পরিস্থিতি সংকট পূর্ণ হতে পারে। যেকোনো ইচ্ছাপূরণের আগে নিজের ক্ষমতা বোঝা চেষ্টা করুন। ৬-ই এপ্রিল থেকে ১৫-ই সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা আপনার পক্ষে শুভ। এই সময়ে বৃহস্পতির গোচর আপনার পক্ষে অনুকূল হবে। আয়ের উৎস বা পথ খুলবে। এবং আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। ভাগ্যস্থানে শনি থাকার ফলে আর্থিক পরিস্থিতির অবনতি আপনি বুঝতে পারবেন না। তবে ব্যয়ের মাত্রা বাড়বে। 

সরকারি চাকুরিজীবীদের এই বছর ভাগ্য তাদের পক্ষে ঠেকবে। অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে সরকারি বিশেষ কিছু সুবিধা পেতে পারেন। বিশেষত জানুয়ারি, মে, জুলাই, এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ আপনার পক্ষে অনুকূল হবে। এই সময় ভাগ্য আপনার সমর্থনে থাকবে। এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

২০২১ সালের শিক্ষা :

শিক্ষার্থীদের পক্ষে বছরটি অনুকূল হবেনা। বছরের শুরু থেকে অনেক বেশি প্রশ্রম করতে হবে। এবং লেখাপড়ায় মনোনিবেশ করা একান্ত জরুরি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কাল মোটের ওপর শুভ। ভাগ্যস্থানে বৃহস্পতির গোচরে শিক্ষার্থীরা ভাগ্য ও অনেখানি নির্ভর করবে। এবং তারা সাফল্য পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতক জাতিকা শুভফল পাবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবেনা। এই সময় অমনোযোগী হয়ে পড়বার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের কারণে লেখাপড়ায় বাধা আসবে। 

কোনো পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে মে, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাকে সতর্ক হতে হবে। তবে শনিদেব পরিশ্রমের ফল অবশ্যই প্রদান করবেন। সেপ্টেম্বর থেকে ২-রা অক্টোবর এবং ২১-শে অক্টোবর থেকে ৫-ই ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের ভাগ্য বিশেষ ভাবে  উপলব্ধ থাকবে। এই সময় আপনার শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত। প্রবাসে গিয়ে যারা লেখাপড়া করতে চলেছেন তারা সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সুসংবাদ পেতে পারেন। 

 ২০২১ সালের পারিবারিক জীবন :

বছরের শুরু থেকেই পারিবারিক ক্ষেত্রে চাপ অনুভব করবেন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত পারিবারিক বহু সমস্যার মধ্য দিয়ে চলতে হবে যা মানসিক সুখকে হ্রাস করবে। যেকোনো কাজে পারিবারিক সহযোগিতা থেকে বঞ্চিত হবেন। মার্চ মাস থেকে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসবে। এইসময় সম্পত্তি কেনার ব্যাপারে অনেখানি অগ্রসর হবেন। এই সময় পরিবারের সঙ্গে মূল্যবান সময় ব্যয় করতে পারবেন এবং পারিবারিক আলোচনাতেও আপনার মতামত স্থাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠান ঘটার সম্ভাবনা রয়েছে। আপনার রাশিচক্রে চতুর্থ গৃহে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে গৃহে আত্মীয় সমাগম হতে পারে। এইসময় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পাবে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। বছরের শেষ ভাগে পুনরায় কিছুটা চাপ অনুভব করবেন। ২-রা জুন থেকে ৬-ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল তৃতীয় ঘরে গমন করবেন যা আপনার মানসিক উত্তেজনা বাড়িয়ে তুলবে। এবং পারিবারিক বিরোধ ঘটার সম্ভাবনা থাকবে। কর্মসূত্রে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে। জুন জুলাই মাসে পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :

এই বছর দাম্পত্যজীবনে সমস্যার সৃষ্টি হতে চলেছে। কেতুর কারণে নানা দাম্পত্য ঝামেলা ভোগ করতে হবে। রাশিচক্রে কেতু সপ্তমে থাকার ফলে বিবাহিত জীবনে সমস্যার উদ্রেক হবে। কথাবার্তায় আপনাকে সংযমী হতে হবে অন্যথায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি মানসিক উত্তেজনা ও সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে বোধগম্যতা ও নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করুন। অন্যথায় আপনার স্ত্রী মানসিক ভাবে আঘাত পেতে পারে। 

বছরের মাঝামাঝি সময়ে শুক্রের গোচর আপনার রাশিতে ৪-ঠা মে থেকে ২৮-শে মে পর্যন্ত থাকছে ফলে রাশির উপর শুভ প্রভাব পড়বে। এই সময় পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। আপনার সন্তান এই সময় উন্নতি করবে। এবং আপনার সহযোগিতা তাদের উন্নতিতে সাহায্য করবে। তবে দাম্পত্য সমস্যা থাকবে। আপনার গুরুত্ব প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজেকে প্রমান করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আপনার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সন্তানের সাফল্যের পথ অনেকখানি তরায়ন্বিত করবে। এপ্রিল, অগাস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস সন্তানের পক্ষে শুভ হবে। বৃহস্পতির দৃষ্টি সন্তানের সাফল্য এনে দেবে। মার্চ মাস থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সন্তানের পক্ষে অনুকূল হবেনা। পড়াশুনায় বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসে লেখাপড়া ও কর্মজীবন শুরু করার ক্ষেত্রে এপ্রিল ও মে মাস উল্লেখযোগ্য। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বছর স্বাভাবিক ফল পেতে চলেছেন। বৃহস্পতির দৃষ্টি বছরের শুরুতে অনুকূল প্রভাব বিস্তার করবে। প্রেমিক প্রেমিকারা সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। তবে সময়ের সাথে সাথে সম্পর্কে জটিলতা ও চাপ অনুভব করবেন। একে অপরকে প্রয়োজনীয় সময় দিতে ব্যার্থ হবেন। মে ও সেপ্টেম্বর মাসে সম্পর্কে অনুকূল প্রভাব পড়বে। এই সময়ে একে অপরের সান্নিধ্যে আসবেন এবং উভয়ে কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময় কিছু মানসিক চাপের মুখোমুখিও হতে হবে। তৃতীয় কোনো ব্যাক্তির কারণে সম্পর্কে বিতর্ক সৃষ্টি হতে পারে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

ফেব্রুয়ারি ও মার্চ মাস স্বাস্থ্যের পক্ষে ভালো হবেনা। এই সময়ে জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সময়মতো মুক্তি পাবেন। ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন। চোখ, কোমর, উরুর সমস্যায় কষ্ট পেতে পারেন। মহিলাদের ঋতুস্রাবে সমস্যা দেখা দিতে পারে। 

মিথুনরাশি :

২০২১ সালের কর্মজীবন :

মিথুনরাশির জাতক জাতিকারা কর্মজীবনে এই বছর ইতিবাচক ফলাফল পেতে চলেছেন। সহকর্মীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। এবং এই ক্ষেত্রে সাফল্য আসবে দ্রুত। শুভ গ্রহের গোচর হলে আপনাকে কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মগৃহে বৃহস্পতি কর্তা হবেন। এবং আপনার রাশির সঙ্গে অষ্টমে এপ্রিল মাস পর্যন্ত অবস্থান করবেন। এইসময় কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দৃঢ়তার সঙ্গে এই সমস্ত কিছুর মুখোমুখি হতে সক্ষম হবেন। 

আপনাকে কঠোর পরিশ্রমের সঙ্গে এগোতে হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাফল্য পাবেন। উচ্চপদস্থ আধিকারিক দ্বারা পদোন্নতি গোটা পারে। 

চাকরিপ্রাথীদের জন্য সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস কিছুটা প্রতিকূলতার মধ্যে কাটাতে হবে। এই সময় সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় সমস্যায় পড়তে হতে পারে। 

অংশীদারি কারবারে ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিদের সতর্কতা অবলম্বন করতে হবে। অংশীদাররা আপনার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে। জীবনসঙ্গিনীর নামে কোনো ব্যবসা শুরু করলে সফলতা পাবেন।     

২০২১ সালের আর্থিক জীবন :

বৃহস্পতি ও শনি অষ্টম গৃহে সমন্বয় সাধন করার ফলে আর্থিক জীবন স্বাভাবিক হবে। শনি সারাবছর একটি গৃহে স্থিত হওয়ার ফলে আর্থিকভাবে কিছু ক্ষতি হতে পারে। এক্ষেত্রে যেকোনো ধরণের লেনদেন বুঝে করা উচিত। অর্থ উপর্জনের বিভিন্ন দিক খুলে যেতে পারে, তবে মানসিক চাপ থাকবে। বৃহস্পতির গোচর যখন কুম্ভ রাশিতে হবে তখন পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে। এমন পরিস্থিতিতে আপনার মনোযোগও বিভ্রান্ত হতে পারে। 

জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর মাস আর্থিক ক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে। এই সময় গ্রহ ও নক্ষত্র ও আপনার পক্ষে থেকে শুভ ফল প্রদান করবে। এই সময় কিছু সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আর্থিক পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। রাহুর উপস্থিতি ব্যয় বাড়াবে যা আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। আর্থিক সমস্যার বাড়বে এবং ব্যাক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হবে। ব্যয়কে নিজের আয়ত্তে রাখুন। 

২০২১ সালের শিক্ষাজীবন :

এই বছর শিক্ষাজীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষত যেসকল শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য প্রবাসে যেতে চাইছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মে মাসে কঠোর পরিশ্রম করতে হবে। এবং পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। শনির কৃপায় প্রতিটি পরীক্ষায় সাফল্য আসবে। 

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতক জাতিকার পক্ষে অনুকূল হবে। এইসময় প্রতিটি বিষয় বুঝতে ও ভবিষতে বড়ো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। কেতু সারাবছর ষষ্ঠগৃহে থাকার ফলে সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আপনি সফল হবেন। লক্ষ্যে অবিচল থাকতে হবে এবং সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। 

২০২১ সালের পারিবারিক জীবন :

 পারিবারিক জীবন এই বছর তুলনামূলক শুভ হতে চলেছে। এই বছর পারিবারিক সমর্থন প্রায় সব কাজেই পেয়ে থাকবেন। পিতামাতার শারীরিক উন্নতির ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। কিছু বিলাসবহুল দ্রব্য ক্রয় করতে পারেন, যারফলে পারিবারিক আনন্দ ও সুখ সাচ্ছন্দের বৃদ্ধি পেতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা থাকছে। বছরের মাঝামাঝি সময়ে পারিবারিক কিছু সমস্যার কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে আপনার বোধগম্যতার ফলে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্ত্রীর সঙ্গে আপনার মায়ের মনোমালিন্য হতে পারে। এবং এখানে দুপক্ষের মধ্যে হস্তক্ষেপ করা ঠিক হবেনা। 

জুন মাসে কোনো সুসংবাদ পেতে পারেন। এই বছর সন্তান লাভ হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে চতুর্থ গৃহে মঙ্গলের উপস্থিতি পরিবারে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই সময় নিজের ক্রোধের প্রতি সংযমী হতে হবে। পরিবারের সদস্যদের থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এমন কিছু করে বসবেন না যেখানে নিজের মন তাপিত হয়। তবে প্রতিকূল পরিস্থিতিতে বন্ধুবান্ধব, ভ্রাতাভগিনীর সমর্থন পাবেন। 

২০২১ সালের দাম্পত্যজীবন :

এই বছর বিবাহিত জাতক জাতিকার জীবনে বেশ কিছু পরিবর্তন আস্তে চলেছে। বছরের শুরুতে রবি ও বুধের সমন্বয় সপ্তমগৃহে দেখা যাবে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও কিছু পরিবর্তন দেখা দেবে। যা আপনার বিবাহিত জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। স্বামী বা স্ত্রীর মধ্যে অহংকার ভাব ফুটে উঠবে এবং বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে। উভয়ের মধ্যে বিরোধ বাড়তে থাকবে। শনি ও বৃহস্পতির সমন্বয়ে শশুরবাড়ির ক্ষেত্রে শুভ হবেনা। কোনো ব্যাক্তির অসুস্থ হয়ে পড়বার সম্ভাবনা থাকছে। এবং তার ফলে আপনার যথেষ্ট অর্থব্যয় হতে পারে। 

জানুয়ারি মাস আপনার পক্ষে শুভ হবে। এই সময় শুক্র সপ্তমে থাকায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে। জুন মাসে সম্পর্ক আরো অনুকূল হতে চলেছে এবং ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা ও গ্রহণ করতে পারেন। এইসময় নিজেদের মধ্যে বিবাদের নিস্পত্তি ঘটতে পারে। সন্তান থেকে মিশ্র ফলাফল পাবেন। এপ্রিল ও অগাস্ট মাস সন্তানের জন্য অনুকূল হবে। 

২০২১ সালের প্রেমজজীবন:

 প্রেম ভালোবাসার ক্ষেত্রে বছরটি অনুকূল হবে। জানুযায়ী ও ফেব্রুয়ারির মধ্যে প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ থাকবে এবং একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। অনেক ক্ষেত্রে  করার জন্য পরীক্ষা দিতে হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে দৃঢ় ও মনোবল শক্ত রাখতে হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রতারণা করলে ভবিষতে ভুগতে হবে। 

এই বছর মঙ্গলের দৃষ্টি পঞ্চমে থাকার ফলে প্রতিকূল ফলাফল পেতে পারেন। সঙ্গীর প্রতি মনোযোগী হতে হবে এবং সময় দিতে হবে। কোনো বিবাদে না গিয়ে একে অপরের ভুল বোঝার চেষ্টা করতে হবে। জুলাই মাসে কর্মসূত্রে একে অপরের থেকে দূরে সরে যেতে হতে পারে। রাশিফল অনুযায়ী জানুয়ারি, মার্চ, এপ্রিল,  মে,জুন, জুলাই এবং সেপ্টেম্বর মাস আপনার পক্ষে অনুকূল হবে। এক্ষেত্রে আপনি বিবাহের মতো কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন।

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

এই বছর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। বছরের শুরুতে অষ্টমে শনি এবং বৃহস্পতির অবস্থানে এবং ষষ্ঠভাবে কেতুর প্রভাবে স্বাস্থ্য হানি ঘটবার সম্ভাবনা রয়েছে। এইসময় নিজের যত্ন নিন এবং খাদ্য ও জীবন যাত্রায়  হন। 

অন্যান্য গ্রহের গোচরে রক্ত, বায়ুজনিত সমস্যার সম্ভাবনা থাকছে। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। যতটা সম্ভব ধুলোবালি যুক্ত জায়গা পরিদর্শন করা থেকে নিজেকে বিরত রাখুন। অন্যথায় চোখের সমস্যা,  নিদ্রাহীনতা প্রভৃতি রোগের সম্ভাব্না থাকছে। এরফলে আপনার ব্যয় বাড়তে পারে এবং মানসিক। 

 কর্কটরাশি 

২০২১ সালের কর্মজীবন :

ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এই বছর মিশ্র ফলাফল আস্তে চলেছে। মঙ্গল দশম গৃহে বা কর্মস্থানে অবস্থান করবে বছরের শুরু থেকে ফলে কর্মক্ষেত্রে অগ্রগতির পথ প্রশস্ত হবে। প্রতিটি কাজ সফল ভাবে সম্পন্ন করতে হবে। এর সঙ্গে শনির সপ্তম ভাবে সারাবছর স্থিত হওয়ায় কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। এটি চাকরি প্রার্থী ও পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এপ্রিলের মাঝামাঝি আপনার পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে। ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। তাই এই সময় সাবধানতা অবলম্বন করুন। মহিলা সহকর্মীর সঙ্গে বিরোধ ঘটতে পারে যা কর্মজীবন ও ব্যাক্তিগত জীবনকে কলংকিত করতে পারে। এই পরিস্থিতিতে নিজের ক্রোধ কে নিয়ন্ত্রণ করুন। 

জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনার পক্ষে অনুকূল হবে। এপ্রিল মাসে কর্মসূত্রে প্রবাসে যেতে হতে পারে। ব্যাবসায়ীরা সপ্তমে শনি ও বৃহস্পতির  শুভ ফল পাবে। এই সময় ব্যাবসায়ে বৃদ্ধি ও পাশাপাশি নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে। সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন। যা ব্যাবসার সঙ্গে সম্মান ও খ্যাতি বৃদ্ধি করতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বছরটি অনুকূল হবে। তবে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 

২০২১ সালের আর্থিকজীবন :

শুভ গ্রহের দৃষ্টির ফলে আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বছরের শুরুটা ওমসার মধ্য দিয়ে শুরু হবে এক্ষেত্রে ব্যয় কে নিয়ন্ত্রণ করতে হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে আর্থিকজীবনে কিছুটা পরিবর্তন আসবে এবং সরকারি আনুগত্বলাভে কিছুটা উপকৃত হতে পারেন। পুরোনো ঋণ ও বকেয়া পরিশোধ করতে আপনি সক্ষম হবেন। 

এই বছর স্বাস্থ্যের কারণে কিছুটা ব্যয় হতে পারে। মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। অগাস্ট মাস থেকে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আয় হতে পারে। জীবনসঙ্গিনীর জন্য কিছু ব্যয় হলেও আর্থিক সঙ্গতি ঠিক থাকবে। মার্চ মাস আর্থিক দিক থেকে শুভ হবে।  

২০২১ সালের শিক্ষাজীবন :

এই বছর শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে পরিশ্রম করে এগোতে হবে। শিক্ষার ক্ষেত্রে এই বছরটি উদ্বেগ সৃষ্টিকারী হতে চলেছে। বছরের শুরুটা ভালো হবে এবং এই শুভ ফলাফল আপনি পাবেন। পপরিশ্রমের ফল অবশ্যই আসবে তবে সময় লাগবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। ভাগ্য আপনার পক্ষে থাকবে। শিক্ষক শিক্ষিকার সাহায্য পাবেন। জানুয়ারি ও অগাস্ট মাস শুভ হতে চলেছে। কেতুর পঞ্চমে অবস্থান সারাবছর শিক্ষার্থীদের মন বিভ্রান্তিমূলক হতে চলেছে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারেন।   

২০২১ সালের পারিবারিকজীবন :

পারিবারিক জীবনে বহু প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। বছরের শুরু অনুকূল হবেনা। শনি চতুর্থ গৃহে থাকার ফলে পারিবারিক সুখ থেকে বঞ্চিত হবেন। পারিবারিক সমস্যায় আপনাকে মানসিক চাপের মধ্যে থাকতে হবে। পরিবারের সদস্যরা অসন্তুষ্ট থাকবেন। হতাশার কারণে মন বিভ্রান্তিময় হবে। প্রতিটি বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পারিবারিক দ্বন্দ্ব যেকোনো বিষয় নিয়ে শুরু হতে পারে। এবং তা দীর্ঘস্থায়ী হবে। ভ্রাতা ভগিনীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। শনি ও মঙ্গলের প্রভাব আপনার পারিবারিক জীবনে পড়বে ও অসন্তোষ বৃদ্ধি পাবে। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :

বিবাহিত জাতক জাতিকা এই বছর মিশ্র ফলাফল লাভ করবেন। গ্রহের অবস্থানের ভিত্তিতে অনেক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হবে। শুভ গ্রহের প্রভাবে শুভ ফল পাবেন এবং বিবাহিত জীবন সুখের হবে। অশুভ গ্রহের গোচরে পরস্পরের প্রতি আকর্ষণের অভাব থাকবে। জীবনসঙ্গীর প্রভাব অধ্যাত্বিকতাবাদের দিকে এগোবে এবং যা আপনার বিবাহিত জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। এক্ষেত্রে জীবনসঙ্গীকে সময় দিন। 

১৪-ই জানুয়ারি থেকে ১২-ই ফেব্রুয়ারী মধ্যে বিবাহিত জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটবে। শনি রাশিচক্রে সপ্তমঘরে স্থিত হবে। যার ফলে উভয়ের মধ্যে আনুগত্যের অভাব থাকবে। জানুয়ারির শেষে মকররাশিতে শুক্রের গোচর বিবাহিত জীবন সুখের করে তুলবে। একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেন। উভয়ে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ২-রা মার্চ থেকে ২০-শে জুলাই এর মধ্যে মঙ্গল নিজরাশিতে সঞ্চার হবার ফলে বিবাহিত জীবনে পুনরায় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে উভয়ে কোনো ছোট ব্যবসা শুরু করলে তা শুভ ও উন্নতির পথ দেখতে পারে। 

কেতুর উপস্থিতি আপনার রাশিতে শুভ নয় বিশেষত সন্তানের পক্ষে। সারাবছর সন্তানের ছোটোখাটো সমস্যা থাকবে। তবে সন্তানের আত্মবিশ্বাস ধাপে ধাপে বাড়বে ও সফলতা আসবে দেরিতে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ভালো ফলাফল পেতে চলেছেন। বছরের শুরু থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত শুভ ফল পাবেন। মার্চের মাঝামাঝি সময় থেকে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পাবে। মার্চ ও এপ্রিল মাসে প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় একে অপরের সান্নিধ্যে সুসময় কাটাতে পারবেন। আপনার সঙ্গীর সঙ্গে সব কিছু ভাগ করে নিতে সক্ষম হবেন। 

মে, অগাস্ট ও সেপ্টেম্বর মাস শুভ বলে মনে করা হয়। তবে গ্রহের অবস্থানের ভিত্তিতে সম্পর্কের স্থিরতা, স্থায়িত্ব, নির্ভর করবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমান করতে হবে। সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। ভালোবাসার মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। এইসময় মানসিক চাপ বাড়বে। ও উত্তেজনা বৃদ্ধি পাবে। একে অপরের  সঙ্গে বিবাদ ও ভুল বোঝাবুঝি পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে মেটাতে হবে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

শারীরিক দিক থেকে আপনাকে যত্নশীল হতে তবে। শনি সারাবছর সপ্তমভাবে অবস্থান করবে। এবং সপ্তম ও অষ্টমপতি চতুর্থভাবে দৃষ্টি দেবেন এবং বৃহস্পতিও সপ্তমে অবস্থান করবেন ফলে স্বাস্থ্যহানি ঘটবার সম্ভাবনা রয়েছে। এই সময় সতর্কতা অবলম্বন না করলে সমস্যায় পড়বেন। 

যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন তারা এই বছরটি সাবধানতার সঙ্গে গাড়ি চালান। জানুয়ারি ও এপ্রিলের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য ভালো থাকবে না। খাদ্য ও পানীয় সঠিক সময়ে গ্রহণ করুন। ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বরের মধ্যে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে শারীরিক ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্তি মিলবেনা। কর্মক্ষেত্র, ব্যবসা ও পারিবারিক বিভিন্ন চাপের ফলেও স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। শরীর অসুস্থ বুঝলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। 

সিংহরাশি :

২০২১ সালের কর্মজীবন ;

রাহু সারাবছর আপনার দশমগৃহে অবস্থান করবে। কর্মজীবনে অনুকূল ফলাফল সব ক্ষেত্রে ঘটবে না। তবে বেশ কিছু ক্ষেত্রে সাফল্ল এনে দেবে। রাহু শুভ হলে শত্রুদের উপর কর্তৃত্ব করতে সক্ষম হবেন। কর্মে অগ্রগতি আসবে তবে শত্রুরা বারবার বাধার সৃষ্টি করতে থাকবে। শত্রু সংখ্যা বাড়বে। কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে জয়লাভ সম্ভব। 

মঙ্গল বছরের শুরুতে ভাগ্যস্থানে অবস্থান করবে। ফলে ভাগ্য আপনার পক্ষে থাকবে। কর্মক্ষেত্রে সফলতার সঙ্গে অগ্রসর হতে পারবেন। এপ্রিল ও মে- মাসে সমস্যা বাড়তে পারে, মঙ্গল এইসময় একাদশে আসার ফলে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। 

এই বছর শুরু থেকে শনি ও বৃহস্পতি আপনার রাশিচক্রে ষষ্ঠভাবে অবস্থান করবে। ফলে কর্মক্ষেত্রে শত্রূবৃদ্ধি ঘটবে ও আপনার ক্ষতির চেষ্টা করতে চাইবে। তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। বেশ কিছু সমস্যা মানসিক চাপ বাড়িয়ে তুলবে। 

এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। ব্যাবসায়ীরা বিশেষ সুবিধা করতে সক্ষম নাও হতে পারেন। ব্যাবসার বিষয়ে যত্নশীল না হলে ক্ষতির সম্ভাবনা থেকে যায়। যদি বড়ো বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে সমস্ত শর্ত বুঝে তবেই পদক্ষেপ নিন। ব্যাবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যাক্তির পরামর্শ নিন। গ্রহের গোচর ব্যাবসার পক্ষে অনুকূল নয়। 

২০২১ সালের আর্থিকজীবন :

আর্থিক ভাবে মিশ্র ফলাফল লাভ করবেন। আর্থিক শ্রী বৃদ্ধির সঙ্গে অর্হতিক সংকটের মুখেও পড়তে পারেন। আয়কে বাড়ানোর জন্য সর্বদা প্রচেষ্টা চালাতে হবে। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। বছরের শুরুতে আর্থিক পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে এবং এপ্রিল মাসে শুভ পরিবর্তন ঘটবে। এইমাসে বিভিন্ন উৎস থেকে আয়বৃদ্ধি ঘটতে পারে। এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। গ্রহের গোচরে এপ্রিলের শেষ থেকে অর্থনৈতিক কিছুটা চাপ অনুভব করবেন। বিবাহিত জীবনে অর্থব্যয় হবে। 

ব্যবসায়ীরাও অর্হতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নতুন ব্যবসা শুরু করার আগে ব্যবসা সন্মন্ধে অভিজ্ঞতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। অংশীদারি ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিদের তাদের অংশ বুঝে নিতে হবে। কারণ সপ্তমপতি ষষ্ঠ ঘরের মালিক হবেন। ফলে ব্যাবসায়ে শত্রুবৃদ্ধি ঘটতে পারে। 

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বছর বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। গ্রহের উপস্থিতি বহু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে নিয়ে আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের পক্ষে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস শুভ নয়। এইসময় কঠোর পরিশ্রম না করলে ভালো ফলাফল আসবেনা। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষে সুসময়। মে-মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত সতর্কতা অবলম্বন করুন। আবার ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বর পর্যন্ত সুসময় আস্তে চলেছে। 

উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন। শনি দেব আপনার ধৈর্য্য ও পরিশ্রমের উপর ফলাফল নির্দেশ করবেন। বিদেশ গমনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য্য রাখতে হবে। শিক্ষার্থীদের তাদের শিক্ষক শিক্ষিকার পরামর্শ মেনে চলতে হবে। কলেজে ভর্তির বিষয়ে আশা প্রত্যাশা পূরণ হতে পারে। কঠোর পরিস্থিতিতে কোনোরকম শর্টকার্ট অবলম্বন করবেননা। 

২০২১ সালের পারিবারিকজীবন :

পারিবারিক ক্ষেত্রে এই বছরটি অনুকূল হতে চলেছে। চতুর্থভাবে কেতুর উপস্থিতি সারাবছর শান্তি ও শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন। বৃহস্পতি দ্বিতীয় গৃহে থাকার ফলে আপনার রাশির উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। যারফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকলেও ছোটোখাটো সমস্যা থাকবেই। এরফলে মানসিক উত্তেজনা বাড়তে পারে। 

পিতামাতার স্বাস্থ্য উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে। শত্রুরা আপনার ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে অন্যথায় পারিবারিক সুখ বিঘ্নিত হতে পারে। ভ্রাতাভগিনীদের পক্ষে সুসময় হবে। তাদের থেকে আপনি বহু সাহায্য পেয়ে থাকবেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে গ্রহগুলি আপনার পক্ষে থাকবে। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে আপনি শুভ ফল পেতে পারেন। ৫-ই ডিসেম্বরের পর থেকে পিত বা মাতার স্বাস্থ্যহানি ঘটতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :

সিংহরাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতির দৃষ্টির ফলে সমস্যা কিছুটা লাঘব হতে পারে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস চলাকালীন সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় জীবন সঙ্গীর সঙ্গে সম্পকের টানাপোড়েন চলবে। এটি সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে। এইসময় কোনো তৃতীয় ব্যাক্তিকে হস্তক্ষেপ করতে দেবেননা। এতে সম্পর্ক ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। 

সন্তান কর্মক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সাফল্য পাবে। এইসময় তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হতে পারে। সন্তানের সঙ্গে আপনার সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বছর শুভ পরিবর্তন ঘটতে চলেছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সম্পর্কের জেরে বড় উপহার পেতে পারেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে সম্পর্ক ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময়ে প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে। অপরিচিত ব্যাক্তির সঙ্গে প্রেম ভালোবাসার নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। যিনি ভবিষ্যতে আপনার জীবনসঙ্গী হয়ে উঠতে পারেন। প্রেমিক প্রেমিকাদের একে অন্যকে বুঝতে সময় লাগবে। বিশেষত বৃহস্পতি ও শুক্রের শুভ দৃষ্টিতে প্রেমজীবন আনন্দময় হয়ে উঠতে পারে। এইসময় একসাথে সময় কাটাতে চেষ্টা করুন। ফলে ভবিষ্যতে আপনার সম্পর্ক আরো মজবুত হবে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

এই বছর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। শনি ও বৃহস্পতি ষষ্ঠ ভাবে এক সাথে থাকার ফলে জটিল রোগের জন্ম দিতে পারে। এইসময় এমন কিছু করবেন না যেখানে স্বাস্থ্য বিষয় জড়িত থাকে। বায়ুরোগ ও জয়েন্টের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। ডায়াবেটিসে যারা ভুগছেন তারা সতর্ক হন অন্যথায় সমস্যায় পড়তে পারেন। 

কন্যারাশি :

২০২১ সালের কর্মজীবন :

কন্যারাশির জাতক জাতিকারদের এই বছর মিশ্র ফলাফল আসতে চলেছে। শনি সারাবছর পঞ্চম গৃহে স্থিত হবার ফলে চাকরির পরিবর্তন ঘটতে পারে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে অনেকগুলি বিশেষ পরিবর্তন লক্ষ্য করবেন। এবং প্রতিটি সিদ্ধান্ত কর্মজীবনে বিশেষ ভূমিকা পালন করবে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত কর্মক্ষেত্রে উন্নতি ও উর্ধতন কর্তৃপক্ষ থেকে সম্মান ও যশোলাভ করবেন। ২০-শে নভেম্বরের পর কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এইবছর জানুয়ারি, মার্চ ও মে মাস কর্মজীবনে সেরা মাস বলে বিবেচিত হতে পারে। যারা কর্মস্থল পরিবর্তন করার চিন্তা করছেন তাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। এপ্রিল মাস সমস্যার হতে পারে। এইসময় মহিলা সহকর্মীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। 

এপ্রিল মাসের শুরু থেকে ৬-ই এপ্রিল পর্যন্ত ব্যাবসায়ীদের পক্ষে শুভ হবে। এরপরে ১৫-ই সেপ্টেম্বর পর্যন্ত ব্যাবসায়ীরা ডুব ফল থেকে বঞ্চিত হতে পারেন। অংশীদারি কারবারের সাথে যুক্ত ব্যাক্তিদের বড়ো বিনিয়োগ করা উচিত হবেনা। ব্যাবসায়ে বড়ো সিদ্বান্ত নেয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ৩০-শে নভেম্বরের পর বড়ো বিনিয়োগ করতে পারেন। ৩০-শে নভেম্বরের পর একা ব্যবসা করলে অনেক বেশি লাভবান হবেন। 

২০২১ সালের আর্থিকজীবন :

আর্থিকজীবনে এই বছর উত্থানপতন থাকবে। বছরের শুরুটা অর্হতিক ভাগে বিপর্যস্ত হলেও ধীরে ধীরে ভাগ্য উন্নতি ঘটবে। বছরের শুরুতে অষ্টমগৃহে মঙ্গলের গোচর আয়ের পথ বৃদ্ধি করবে। গোপন পন্থাতেও অর্থ উপার্জন সম্ভব। এছাড়া রাহু ভাগ্যস্থানে থাকার ফলে হঠাৎ ধনসম্পদ প্রাপ্তি ঘটতে পারে। এই সময় আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। 

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস চলাকালীন ব্যয় স্বল্পহারে বাড়তে পারে। তবুও আপনাকে সঞ্চয়ের জন্য অর্থ বরাদ্দ রাখতে হবে। সেপ্টেম্বরের পর পুনরায় অবস্থা স্বাভাবিক হবে। জানুয়ারি ও ডিসেম্বর মাস আপনার পক্ষে অনুকূল হবে। এছাড়া মে- মাসে প্রত্যাশিত সূত্র থেকে অর্থ উপার্জন হতে পারে। 

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় কঠোর পরিশ্রম ও মনোযোগী না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। শনি পঞ্চমে স্থিত হবার ফলে প্রশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। অমনোযোগী হয়ে পড়ার কারণে পরীক্ষায় সাফল্য আসতে সময় লাগবে। 

প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সারাবছর পরিশ্রমের ফল পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত জাতক জাতিকারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন। এই ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে থাকবে। প্রবাসে গিয়ে যারা লেখাপড়া করতে চাইছেন তাদের ক্ষেত্রে মে-মাস উল্লেখযোগ্য হতে পারে। রাজনীতি ও সমাজসেবামূলক বিষয়ে যুক্ত ব্যাক্তিদের পক্ষে বছরটি শুভ। একই সাথে তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা সফল হবেন। 

২০২১ সালের পারিবারিকজীবন :

পারিবারিক জীবনে মিশ্র ফলাফল দেখা দিতে পারে। বছরের শুরুতে পারিবারিক সমস্যার মুখে পড়তে পারেন। পরিবারের সদস্যদের থেকে সমর্থন নাও পেতে পারেন। বছরের মাঝামাঝি সময়ে অবস্থার কিছুটা উন্নতি ঘটতে পারে। ভ্রাতাভগিনীদের সাহায্য পেতে পারেন। যদি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে গ্রহের অবস্থান শুভ না হয় তাহলে পারিবারিক বিবাদ ও সমস্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন ও নিজেকে শান্ত রাখুন। 

পারিবারিক সম্পত্তিজনিত বিবাদ দেখা দিতে পারে। এই বিষয়ে নিজেকে দূরে না রাখলে পরিস্থিতি আইন আদালত পর্যন্ত গড়াতে পারে। বছরের শুরু ও শেষে পরিস্তিতি আপনার পক্ষে থাকবে। গৃহে শুভ অনুষ্ঠানের কর্মসূচি নিতে পারেন যা গৃহ পরিবেশকে ভালো রাখবে। 

এইবছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন ও জুলাই মাসগুলি পারিবারিক জীবনের ক্ষেত্রে শুভ হতে পারে। অন্যান্য মাসগুলিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। 

২০২১ সালের বিবাহিত জীবন :

বিবাহিত জীবন এই বছর স্বাভাবিক থাকবে। প্রথম তিন মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পারিবারিক ও দাম্পত্য সুখ বজায় থাকবে। জীবনসঙ্গীর সহায়তা পাবেন। আর্থিক উপার্জনেও তার সহযোগিতা পাবেন। বাকি মাসগুলিতে দাম্পত্য সমস্যার সৃষ্টি হতে পারে। স্ত্রীর স্বাস্থ্যহানি ঘটবার সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। বিশেষত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম্পত্য ক্ষেত্রে সমস্যা থাকবে। 

সন্তান আপনার পক্ষে শ্রদ্ধাশীল হবে। তাদের বিদেশ যাবার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হতে পারে। সন্তান বাধ্য  ও প্রচেষ্টাযোগ্য হয়ে উঠবে। সন্তানের জন্য গৌরব বোধ করতে পারেন। সন্তানের বিবাহের পক্ষে বছরটি অনুকূল হবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার বিষয়ে স্বাভাবিকের থেকে ভালো ফলাফল আশা করতে পারেন। উত্থানপতন চলবে। বছরের শুরু ও শেষভাগে সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক প্রেমিকার জীবনে বড় বিরোধের সম্ভাবনা কম। 

জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন ও জুলাই মাস এই ক্ষেত্রে অনুকূল হবে। অক্টোবর টুকও ডিসেম্বর মাস পর্যন্ত একে ওপরের সঙ্গে সুসময় অতিবাহিত করতে পারবেন। মে ও অক্টোবর মাসে সম্পর্ক আরো নিবিড় হবে। সামগ্রিক বিচার প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি ভাগ্যবান হতে পারেন। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

এই বছর স্বাস্থ্য মোটের উপর স্বাভাবিক থাকবে। কেতু এই বছর আপনার রাশিচক্রে তৃতীয় স্থানে থাকবে ফলে সাহস ও শক্তিবৃদ্ধি ঘটবে এবং ছোটোখাটো রোগ থেকে দূরে থাকতে সাহায্য করবে। বৃহস্পতি বছরের মধ্যভাগে ৬-ই এপ্রিল থেকে ১৫-ই সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চম ঘরে স্থিত হলে শারীরিক ভাবে আপনাকে সতর্ক হতে হবে। অন্যথায় আপনাকে ডায়াবেটিস, প্রস্রাবের জ্বালা, পেটের সমস্যা, বদহজম ও অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে। 

তুলারাশি :

২০২১ সালের কর্মজীবন :

কর্মজীবনে এই বছর বিশেষ সাফল্য তুলারাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। এক্ষেত্রে আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হবেন। মঙ্গল এইবছর দশম ঘরে অবস্থান করবেন। যারফলে কর্মজীবনে ভাগ্যোন্নতি ঘটতে পার। এইসময় আপনার ক্রোধ বাড়তে পারে। ফলে সহকর্মী ও উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। এই ক্রোধ আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। আপনার রাশিচক্রে শনির দৃষ্টি দশমে থাকার ফলে পরিশ্রম অনুযায়ী ফল প্রাপ্তি ঘটবে। 

৬-ই এপ্রিল বৃহস্পতির গোচর কুম্ভে হওয়ায় রাশিচক্রে প্রভাব ফেলবে। এক্ষেত্রে পেশার পরিবর্তন করতে আগ্রহী হলে সফলতা পাবেন। কর্মস্থল পরিবর্তন চাইলে সম্ভব হবে। নতুন পেশায় যুক্ত হলে আর্থিক ভাবে উন্নতি ঘটতে পারে। ব্যাবসায়ীদের পক্ষে এই বছরটি অত্যন্ত শুভ হতে চলেছে। সামাজিক কাজে অংশগ্রহণ করলে মান যশ সম্মান বৃদ্ধি পাবে। 

নতুন বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করলে লাভবান হতে পারেন। অংশীদারি কারবারিরা নিজেদের লভ্যাংশ বছরের শুরুতে বুঝে নিন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই ব্যাবসায়ে কিছু সমস্যা আসতে চলেছে। প্রতিটি লেনদেন আপনাকে বুঝতে হবে। সেপ্টেম্বরের শেষে প্রবাসে যাবার সুযোগ আসতে পারে। এপ্রিল থেকে মে- মাস খুব ভালো ফলাফল আশা করা যায়। এইসময় ভাগ্য আপনার পক্ষে থাকবে। ফলে উত্থানপতনেও কোনো সমস্যা হবেনা। 

২০২১ সালের আর্থিকজীবন :

আর্থিকজীবনে মিশ্র ফলাফল লাভ হবে। বছরের শুরুটা আর্থিক দিক থেকে অনুকূল হবে। মার্চ, জুন, জুলাই এবং অগাস্ট মাসে উপার্জন ভালো হবে। এরপর ব্যায়ের পরিমান বাড়তে থাকবে। ব্যয়কে নিজের আয়ত্তে রাখতে হবে। অন্যথায় আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। 

এই পরিস্থিতিতে রাহু অষ্টমঘরে স্থিত হওয়ার ফলে অনিচ্ছাকৃত ব্যয় হতে থাকবে। এটি আপনার আয়ত্তে রাখা কঠিন হবে। মায়ের তরফ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে। পৈতৃক সম্পত্তিও পেতে পারেন।

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার্থীরা এই বছর অনুকূল ফলাফল লাভ করবে। বিশেষত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভাগ্য তাদের সাথে থাকবে। এইসময় লেখাপড়ায় অধিক মনোযোগী হতে দেখা যাবে এবং নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। শিক্ষকরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। পপরিশ্রমের উপর ফলাফল নির্ভর করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বছরটি শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারাবছর প্রস্তুতি না থাকলে সাফল্য আসবে না। 

কোনো অসৎ উপায় অবলম্বন না করে শুধু পরিশ্রমের মাধ্যমেই সফল আসবে। অগাস্ট মাস্তি আপনার পক্ষে গুরুত্বপূর্ণ হতে চলেছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য অনেকখানি এগিয়ে যেতে পারবেন। প্রবাসে লেখাপড়া করার কথা যারা চিন্তা করছেন তাদের প্রত্যাশা পুরোন হবে। নামকরা স্কুল ও কলেজে ভর্তি হতে পারবেন। মে ও অগাস্ট মাসে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সেরা মাস হবে। 

২০২১ সালের পারিবারিক জীবন :

এই বছর পারিবারিক জীবন খুব সুখের হবেনা। কারণ শনি এইবছর চতুর্থ গৃহে অবস্থান করবেন। তাই বাড়ি থেকে আপনাকে দূরে সরে যেতে হতে পারে। শুধু তাই নয় কাজের চাপে পরিবারকে সময় দিতে আপনি ব্যার্থ হবেন। ফলে পরিবারের সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশাপাশি পেশাগত জীবনেও গুরুত্ব দেওয়া উচিত। 

পিতা বা মাতার স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। বছরের মাঝামাঝি সময় আপনার পক্ষে অনুকূল হতে পারে। এপ্রিল মাসে পরিবারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। এবং সমস্ত সংকট বিবাদ দূর হতে পারে। ২৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বরের মধ্যে পৈতৃক সম্পত্তির রক্ষনাবেক্ষনের জন্য অর্থব্যয় হতে পারে। ভ্রাতাভগিনীদের পক্ষে সময়টা ভালো। আপনি তাদের সহযোগিতা পাবেন। 

২০২১ সালের বিবাহিতজীবন ও সন্তান :

বিবাহিত জীবন এই বছর খুব সুখের হবেনা। বছরের শুরুতে মঙ্গল সপ্তমগৃহে অবস্থান করবে যারফলে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়তে পারে। এরসাথে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে মঙ্গল অষ্টম ঘরে গমন করবে এবং রাহুর সঙ্গে মিলিত হবেন ফলে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য ও বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। এই বিবাদের ফল সরাসরি আপনার দাম্পত্য জীবনে পড়বে। 

এপ্রিলের মাঝামাঝি থেকে ২০-শে  মে-এর মধ্যে বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে। জুন মাসে মানহানিকর জাতীয় ঘটনা ঘটতে পারে। এইসময় শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিবাদ না বাড়িয়ে আপোষে মীমাংসা করার চেষ্টা করুন। 

আপনার সন্তানের পক্ষে বছরটি অনুকূল হবে। তবে বছরের মাঝামাঝি সময়ে সন্তানের স্বাস্থ্যহানি ঘটতে পারে। এটি একটি উদ্বেগের কারণ হবে। সন্তানের যত্ন নিন। বিশেষত শিশুদের। এপ্রিল মাসে সন্তানসন্ততি কর্মক্ষেত্রে সফলতা পাবে। লেখাপড়ায় সাফল্য আসবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে বছরটি অনুকূল হবে। ভালোবাসা বিবাহের মতো সম্পর্কে আবদ্ধ করতে পারে। একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যবর্তি সময়টি প্রেম ভালোবাসার প্রধান মুহূর্ত হয়ে থাকতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে, সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। 

বিশেষ কোনো দিনে সঙ্গীর সঙ্গে ভ্রমণে যেতে পারেন। ফেব্রুয়ারি থেকে জুলাই এবং ডিসেম্বর মাস প্রেম জীবনের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকতে পারে। বছরের শেষে কোনো আকর্ষণীয় উপহার পেতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা আশাব্যাঞ্জক পেশায় যুক্ত হতে পারেন। সামগ্রিক ভাগে ২০২১ সালের প্রেমজীবন অত্যন্ত সুখের হতে চলেছে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

এই বছর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। এবছর রাহু ও কেতু উভয়েই আপনার অষ্টমগৃহে অবস্থান করবে ফলে স্বাস্থ্যের উপর বিরূপ প্রবাব পড়তে পারে। 

বাসি খাদ্য, ভাজাভুজি বর্জনীয়। বড়ো কোনো রোগের সম্ভাবনা নেই। মার্চ ও এপ্রিল মাস স্বাস্থ্যের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত। ছোটোখাটো সমস্যা থাকবেই। 

বৃশ্চিকরাশি :

২০২১ সালের কর্মজীবন :

এইবছর কর্মজীবন সংকটপূর্ণ হতে চলেছে। শনি তৃতীয়ে অবস্থান করে কঠোর পরিশ্রমের ইঙ্গিত বহন করে। আপনার প্রকৃতিতে অলসতা দেখা দিতে পারে। আলস্য কাটিয়ে পরিশ্রম না করলে এই বছর কর্মক্ষেত্রে সফলতা আসবেনা। বিশেষত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি, মার্চ ও এপ্রিলের মাঝামাঝি  জুন ও জুলাই মাস অত্যন্ত কঠিন হতে চলেছে। প্রথম ছয়মাস কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কোনো নতুন কর্মস্থলে যুক্ত হওয়ার আগে কাজ সন্মন্ধে ওয়াকিবহাল হতে হবে। এই মুখুরতে এমন কিছু করবেন না যেখানে উচ্চপদস্থ কর্মচারী আপনাকে বরখাস্ত করে। 

অগাস্ট মাস টি কর্মজীবনে শুভ পরিবর্তন আনতে পারে। যদি মন দিয়ে নতুন কর্মক্ষেত্রে কাজ করতে পারেন তবেই সাফল্য আসবে। পেশাগত স্থান পরিবর্তনের ক্ষেত্রে জুলাই মাস অনুকূল হবে। প্রবাসে পাড়ি দিতে যারা কলেছেন তারা বছরের শেষে সাফল্য পাবেন। এবং অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। 

ব্যাবসায়ীদের পক্ষে বছরের শুরু অত্যন্ত শুভ হবে। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত ব্যাবসায়ে শ্রীবৃদ্ধি ঘটবে। নতুন বিনিয়োগের সুযোগ পাবেন এবং ভাগ্য আপনার ;পক্ষে থাকবে। 

২০২১ সালের আর্থিকজীবন :

আর্থিকজীবন এই বছর স্বাভাবিক থাকবে। তবে ব্যয় শুরুতে বৃদ্ধি পাবে। সম্পত্তি বা আর্থিক বিষয়ে বিরোধ ঘটতে পারে। তবে অর্থউপার্জনের বিভিন্ন পথ খুলতে পারে। যদি কোনো মামলা মোকদ্দমা চলে তাহলে রায় আপনার পক্ষে হবে। আর্থিক উন্নতির সঙ্গে ব্যয় বাড়বে। সঞ্চয়ের কথা ভাবলে হতাশ হতে হবে। 

গ্রহ আপনার পক্ষে বলীয়ান হলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অনেক সমস্যায় পড়তে হতে পারে। পারিবারিক চাহিদা পূরণের জন্য ব্যয় বাড়বে। গৃহে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের কর্মসূচি নিলে শুভ ফল পাবেন। জুলাই ও অগাস্ট মাসে আর্থিক জীবনে শুভ পরিবর্তন আসবে। 

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার্থীদের আগের তুলনায় আরো কঠোর পরিশ্রম করতে হবে। সাফল্য পেতে শিক্ষকের পরামর্শ মেনে চলতে হবে। এমন পরিস্থিতিতে তাদের সহযোগিতা পেতে দ্বিধা করবেননা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। আপনার পরিবার আপনাকে উৎসাহিত করবে। পঞ্চমপতি বৃহস্পতির কৃপায় শিক্ষা ও উচ্চশিক্ষায় এপ্রিল মাস পর্যন্ত অনুকূল হবে। আপনার প্রত্যাশা মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। প্রবাসে পাড়ি দেওয়ার ক্ষেত্রে জানুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বর মাস সুসময় বলে মনে করা হচ্ছে। 

২০২১ সালের পারিবারিক জীবন:

পারিবারিক জীবনে উন্নতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পার। অশুভ গ্রহের দৃষ্টি পারিবারিক জীবনে প্রত্যক্ষ ভাবে পড়বে। পিতামাতার স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসে পিতার স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা অবলম্বন করুন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বর এবং ২০-শে নভেম্বর থেকে বছরের শেষ সময়ে আপনার পক্ষে অনুকূল হতে চলেছে। কর্মক্ষেত্রে ও ব্যাবসায়ে উন্নতিতে পরিবারকে পাশে পাবেন। 

গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অতিথি ও আত্মীয়সমাগমে গৃহ আনন্দিত হবে। পরিবারের সকলকে নিয়ে ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বরের মধ্যে পিতামাতার স্বাস্থ্যহানি ঘটতে পারে। মানসিক চাপ বাড়বে। পরিবারের সদস্যদের আপনার প্রতি ইতিবাচক আচরণ থাকবে। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান:

বিহেবিট জীবনে উত্থানপতন চলবে সারা বছর জুড়ে। রাহু রাশিচক্র থেকে সপ্তমে অবস্থান করবে যা দাম্পত্যিজীবনে সমস্যার সৃষ্টি করবে। ২২-শে ফেব্রুয়ারি থেকে ১৪-ই এপ্রিল পর্যন্ত দাম্পত্যজীবনে চাপ অনুভব করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ ঘটতে থাকবে। স্ত্রীর স্বাস্থ্যহানি ঘটতে পারে যা দাম্পত্যজীবনে প্রভাব ফেলবে। মে- মাসটি সতর্কতার সঙ্গে চলুন কারণ রবি সপ্তম গৃহে রাহুর সঙ্গে সহাবস্থান করবেন ফলে কলহ, মতবিরোধ ঘটবার সম্ভাবনা প্রবল থাকছে। এমন পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ওমসা সমাধানের চেষ্টা করুন। 

জানুয়ারি ও অক্টোবর মাস দাম্পত্যজীবনের ক্ষেত্রে শুভ হবে। এই সময় আপনার সন্তানসন্ততি উন্নতি ও সাফল্য লাভ করবে। এছাড়া তাদের কর্মজীবনেও শুভ প্রভাব পড়বে। সন্তানের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হবে। অগাস্ট মাস বিবাহিত জীবনের পক্ষে শুভ হবে। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সন্তান বড় কোনো সাফল্য পেতে পারে যা সমাজে মান ও যশ বৃদ্ধিতে সাহায্য করবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রেও উত্থানপতন চলবে। পঞ্চমভাবে শনির উপস্থিতির কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। প্রেমের সম্পর্ক নিবিড় হবে। প্রিয় মানুষের কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেতে পারে। একে অপরের প্রতি ভুল ধারণা জন্মাতে পারে। এই সম্পর্কে তৃতীয় কোনো ব্যাক্তির হস্তক্ষেপ করতে দেবেন না। 

এপ্রিল ও সেপ্টেম্বর মাসে সমস্যা বৃদ্ধি পেতে পারে। যার ফলে একে অপরের থেকে দূরে সরে যেতে হতে পারে। এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কথাবার্তার মাধ্যমে অতীত স্মৃতি ও নিজেদের সেরা অনুভূতিগুলি তুলে ধরে আলোচনা চালিয়ে যান। মার্চ মাসে পঞ্চমে শুক্রের আগমনে সম্পর্ক মজবুত হবে। এইসময় সম্পর্কে শুভ ফল পেতে পারেন। এপ্রিল মাস থেকে সম্পর্কে বিতর্ক সৃষ্টি হতে পারে। সেপ্টেম্বরের পরে প্রেমঘটিত বিবাহ নির্দেশ করছে। এই বিবাহে পরিবারের সমর্থন আপনি পাবেন। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

স্বাস্থ্যের পক্ষে মিশ্র ফলাফল পাবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকলেও দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানে শারীরিক কষ্ট, ক্লেশ প্রভৃতি ভোগ করতে হবে। দুরারোগ্য রোগে যারা ভুগছেন সহজে আরোগ্য লাভ হবেনা। এমন পরিস্থিতিতে খাওয়াদাওয়া বুঝে করুন। যতটা সম্ভব তৈলাক্ত খাদ্য বর্জন করুন। 

ছোটোখাটো রোগকে উপেক্ষা করবেন না। সামান্য কিছু অসুবিধা বুঝলে চিকিৎসকের পরামর্শ নিন এবং অবিলম্বে চিকিৎসা করান। বিশেষত জানুয়ারি থেকে মে-মাস আপনার স্বাস্থ্যের পক্ষে সমস্যার সৃষ্টি করতে পারে। বাকি মাসগুলিতে সঙ্কটজনক পরিস্থিতির সম্ভাবনা নেই। 

ধনুরাশি :

২০২১ সালের কর্মজীবন :

এই বছর ধনুরাশির জাতকজাতিকদের পক্ষে অনুকূল সময়। এই সময় কর্মক্ষেত্রে বহুভাবে সাফল্য আসবে। আপনার সহকর্মী ও উর্ধতন কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন ভাবে সহায়তা করবে। কর্মজীবনে অগ্রগতি ও নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলার ক্ষেত্রে কাছের মানুষের উৎসাহ পাবেন। শুভ গ্রহ অবস্থানের ভিত্তিতে মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হতে চলেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সময়ের আগে সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। মে এবং অগাস্ট মাসে কর্মস্থল পরিবর্তন করতে ইচ্ছুক হলে তা মনজুর হবে সহজেই। পেশা বা কর্মক্ষেত্র পরিবর্তনে ইচ্ছুক জাতক জাতিকারা রবির প্রভাবে শুভ ফল পাবেন। এই সময় রবি ভাগ্যস্থানে থাকবে। নভেম্বর মাসে কর্মসূত্রে বিদেশে ভ্রমণ হতে পারে। 

কর্মক্ষেত্রে গুপ্তশত্রুরা সক্রিয় হবে, আপনাকে সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যাবসায়ীরা শুভ ফল পাবেন। অংশীদারি ব্যাবসায়ে সাফল্য আসবে। 

২০২১ সালের আর্থিকজীবন :

অর্থনৈতিক জীবনে শুভ পরিবর্তন এই বছর ঘটতে চলেছে। শনি সারাবছর দ্বিতীয় ঘরে অবস্থান করবে ফলে আর্থিক ভাগ্যকে শক্তিশালী করে তুলবে পরিশ্রমের অনুপাতে। উপার্জনের বিভিন্ন দিক খুলতে পারে। গ্রহের গোচরে জুলাই থেকে অক্টোবর এবং জানুয়ারির শেষ ভাগ আপনার পক্ষে শুভ হতে চলেছে। ভাগ্য সহায় থাকবে। ধারাবাহিক ভাবে আয়বৃদ্ধি ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতির ফলে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। দ্বাদশে কেতু সারাবছর অবস্থান করে ব্যয় চলতে থাকবে। ডিসেম্বরের শেষে ব্যয় অত্যধিক হার বৃদ্ধি পাবে। এর আগে থেকে আপনাকে সঞ্চয় করতে হবে। অন্যথায় আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। 

২০২১ সালের শিক্ষাজীবন :

এইবছর ধনুরাশির জাতক জাতিকারা অপরিসীম সাফল্য পাবে শিক্ষার ক্ষেত্রে। কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। রাহু ষষ্ঠস্থানে সারাবছর বিরাজ করবেন ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাপঃল্ল অবশ্যই পাবেন। রাহুর শুভ অবস্থানে ভাগ্য পরিবর্তনশীল। দ্বিতীয় গৃহে বৃহস্পতির সঙ্গে শনির উপস্থিতির ফলে পরীক্ষায় সাফল্য ও আশাব্যাঞ্জক ফলাফল লাভ করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে জানুয়ারি ও এপ্রিল মাস, মে- এবং সেপ্টেম্বর মাস আপনার পক্ষে শুভ বলে মনে করা হচ্ছে। এইসময় প্রতিটি বিষয় বুঝে আয়ত্তে আনতে আপনি সক্ষম হবেন। 

বিদেশে পাড়ির ক্ষেত্রে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে স্বপ্নপূরণ হতে পারে। এবং প্রতিষ্ঠিত কলেজ বা স্কুলে ভর্তি হতে সক্ষম হবেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে সতর্কতা অবলম্বন করুন। কারণ এই সময়ে আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে মনকে একাগ্র রাখুন ও নিজের লক্ষ্যে অবিচল থাকুন। স্বাস্থ্যহানির ফলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে পারে। এক্ষেত্রে সুষম আহার গ্রহণ করুন এবং ইলেক্ট্রনিক্স গ্যাজেট থেকে নিজেকে দূরে রাখুন। 

২০২১ সালের পারিবারিক জীবন :

পারিবারিক জীবনে সারাবছর শ্রীবৃদ্ধি ও উন্নতি ঘটতে চলেছে। পরিবারে চলমান সকল সমস্যার নিস্পত্তি ঘটতে পারে। শনি চতুর্থগৃহে থাকায় সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভ্রাত্বিত্ব ও সংহতি বজায় রাখবে। এছাড়া বৃহস্পতির সংমিশ্রণ শনির সঙ্গে পরিবারের সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করে সহায়তা করবে। গৃহ সংস্কারের দিকে মনোযোগী হতে পারেন। গৃহে বিবাহযোগ্য কোনো সদস্য থাকলে বিবাহের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হতে পারে। গৃহে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। 

জানুয়ারি থেকে এপ্রিল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ও নভেম্বরের মাঝামাঝি সময়ে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা থাকছে। ভ্রাতাভগিনীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। 

২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :

এই বছর ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। স্ত্রীর স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে তবে সময়ের সাথে পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে। বছরের শুরু থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিবিড় হবে। মার্চ মাসে বিবাহিত দম্পতিদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই সময় তারা সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারবেন। 

এপ্রিল থেকে দাম্পত্যজীবন উত্থানপতনের মধ্যে দিয়ে চলবে। এপ্রিল ও মে মাসে মঙ্গল সপ্তমস্থানে থাকায় সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই সময় স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। একইসাথে সন্তান ও লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে সন্তানের পাশে থেকে তাকে সাহায্য করুন। তবে ধীরে ধীরে সন্তান উন্নতি করবে এবং আপনি আনন্দিত বোধ করবেন। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেমভালোবাসার ক্ষেত্রে এই বছরটি মঙ্গলজনক হবেনা। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও বিবাদ চলতে থাকবে। বছরের শুরুতে মঙ্গল পঞ্চমভাবে থাকায় ভালোবাসার সম্পর্ক সংঘাতে পরিণত হবে। এই সময় উভয়কে সংবেদনশীল হতে হবে। ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তখন আলাপচারিতার মাধ্যমে বিবাদের নিস্পত্তি করার চেষ্টা করুন। 

এপ্রিল, জেলায় ও সেপ্টেম্বর মাস সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে। মার্চ মাসে উভয়ের মধ্যে বিবাদ বাড়বে। যেকোনো বিষয় বা পরিস্থিতি যেমনই হোক কোনো তৃতীয় ব্যাক্তির হস্তক্ষেপ থেকে বিরত থাকুন। অন্যথায় সম্পর্ক চিরতরে জন্য নষ্ট হয়ে যেতে পারে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

স্বাস্থ্য এই বছর স্বাভাবিক থাকবে। শনি কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে তবে কোনো জটিল রোগের সম্ভাবনা নেই। এছাড়া দশম গৃহে কেতুর উপস্থিতির কারণে জ্বর,সর্দিকাশি, প্রভৃতি ঘটতে পারে। তবে নিত্তনৈমিত্তিক জীবনে এর প্রভাব পড়বেনা। 

যেকোনো সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন। মুক্ত পরিবেশে সময় কাটাতে চেষ্টা করুন। 

মকররাশি :

২০২১ সালের কর্মজীবন :

এই বছর কঠোর পরিশ্রমেই একমাত্র কর্মজীবন সুখের হতে চলেছে। শনি দেব পরিশ্রমের ওপর ফলাফল প্রদান করবেন। শনি রাশিচক্রে সারাবছর প্রভাব বিস্তার করবেন। পুরোনো জমা কাজ দ্রুত শেষ করতে হবে। বৃহস্পতি শনির সঙ্গে থাকায় পরিশ্রমে অবশ্যই শুভ ফল প্রদান করবেন। এক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং সাফল্য এনে দেবে। 

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আগের তুলনায় অনেক বেশি কাজ করতে হবে। এই বছর কর্মক্ষেত্রের উপর আপনার দৃষ্টি নিবন্ধ রাখতে হবে। কর্মসূত্রে দূরে কোনো স্থানে যেতে হতে পারে। তবে সেই ক্ষেত্রে কর্মজীবনে আপনার উন্নতি ঘটবে। আইন বহির্ভূত কোনো কাজ করতে যাবেন না। কারণ গ্রহের গোচর এই ফল নির্দেশ করছে। অন্যথায় আইনী জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। ব্যাবসায়ীদের পক্ষে বছরটি অনুকূল হবে। ভাগ্য আপনার পক্ষ থাকবে। অংশীদারি ব্যাবসায়ীরা বছরের শুরুতে আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ পাবেন। যা কাজে লাগাতে পারলে উন্নতি সম্ভব। 

২০২১ সালের আর্থিক জীবন :

অর্থনৈতিক জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। বছরের শুরু খুব ভালো হবেনা। ব্যয় বৃদ্ধি পাবে। আপনার আয়ত্তের বাইরে চলে যেতে পারে। যথাসম্ভব পরিকল্পনা মাফিক এগিয়ে চলুন। জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত গ্রহের গোচর আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। অর্থনৈতিক সংকট আপনার ব্যাক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই বছর কোনো প্রকার ঋণ গ্রহণ করবেন না। 

অক্টোবরের পর থেকে পরিস্থিতি কিছুটা আপনার পক্ষে আসবে। পঞ্চমভাবে রাহু আপনার বুদ্ধিমত্তাকে জাগ্রত করবে এবং অর্থ উপার্জনের নানাদিক খুলে যেতে পারে। এই সময় চেষ্টা করুন কিছু সঞ্চয় করতে। ৬-ই এপ্রিল থেকে ১৫-ই সেপ্টেম্বর এবং ২০-শে নভেম্বর থেকে বছরের শেষভাগে আপনি সর্বাধিক উপকৃত হবেন। আর্থিক উপার্জনের নানা দিক খুলতে পারে। এইসময় বৃহস্পতি দ্বিতীয়ে থাকায় আর্থিক সকল বাধা থেকে মুক্তি পাবেন। 

২০২১ সালের শিক্ষাজীবন :

মকররাশির শিক্ষার্থীরা এই বছর শুভ ফল পাবেন। পঞ্চমে রাহু আপনার শিক্ষা জীবনে শুভ পরিবর্তন ঘটাতে পারে। এবং কঠোর পরিশ্রমের ফল অবশ্যই প্রদান করবে। শিক্ষার প্রবণতা বাড়িয়ে তুলবে প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়  দৃঢতার সঙ্গে লড়াই করে সফলতা এনে দেবে। যেকোনো শিক্ষার বিষয়ে আগ্রহ বাড়বে ফলে সাফল্য আসবে। শিক্ষকশিক্ষিকারা আপনাকে সহযোগিতা করবেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মঙ্গল রাহুর সঙ্গে একসাথে অবস্থান করায় কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময় নিজের মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করুন। 

জানুয়ারি ও মে মাসে শিক্ষার্থীদের পক্ষে অনুকূল হবে। এইসময় লেখাপড়ায় আপনার মনোযোগ বাড়বে। তবে যেকোনো দ্বন্দ্ব বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বিদেশে শিক্ষা গ্রহণের জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, অগাস্ট ও ডিসেম্বর মাস শুভ হবে। এইসময় প্রবাসের কলেজ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। উচ্চশিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বছরের শুরুতে তারা ভালো ফল পাবেন। পূর্ববর্তী কঠোর পরিশ্রমের ফল পাবেন। এছাড়া এপ্রিল, সেপ্টেম্বর ও নভেম্বর মাস বিদ্যালাভের পক্ষে উৎকৃষ্ট মাস হবে।   

২০২১ সালের পারিবারিক জীবন :

পারিবারিক জীবনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এই বছর ঘটতে চলেছে। বছরের শুরুতে মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবে ফলে মাতার স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মানসিক উদ্বেগ বাড়বে। গৃহের পরিবেশের কারণে পরিবারের সদস্যরা অসুস্থতার কারণে ভুগতে পারে। স্বাস্থ্যহানি জন্য অর্থব্যয় হবে। এছাড়া পারিবারিক বিভিন্ন বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। শনি আপনার রাশিতে থাকায় জমি বাড়ি কেনার সম্ভাবনা থাকছে। এমন পরিস্থিতিতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন। গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। মার্চ মাস থেকে পরিস্থিতি শুভ হতে চলেছে ফলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। পরিবারে একে অপরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে , কর্মজীবনেও এর শুভ প্রভাব পড়বে। 

এপ্রিল মাসে বৃহস্পতির দ্বিতীয়স্থানে গোচরে পারিবারিক সমর্থন আপনি সর্বক্ষেত্রে পাবেন। পিতামাতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। গৃহে আত্মীয় সমাগমের সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাহযোগ্য কোনো সদস্য থাকলে বিবাহের মতো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে পারে। গৃহের পরিবেশ আনন্দময় হবে। 

২০২১ সালের বিবাহিতজীবন ও সন্তান  :

দাম্পত্যজীবন এই বছর খুব সুখের হবেনা। রাশির প্রথম গৃহে শনির অবস্থান ও সপ্তমে শনির দৃষ্টি থাকার ফলে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি হতে চলেছে। বছরের শুরু থেকে এপ্রিলের প্রথমভাগ বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে বিবাহিত জীবন বিবাদপূর্ণ হয়ে উঠতে পারে। তবে সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন। ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং বিবাহিত জীবনে সর্বাধিক শুভ ফল পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নিবিড় হবে। ভ্রমণের সম্ভাবনা থাকছে। জানুয়ারির শেষের দিকে শুক্র দাম্পত্যজীবনে বস্তুগত সুখ দেবে। সন্তানের সাফল্য আসবে দ্রুত। 

মঙ্গল ২-রা জুন থেকে ২০-শে  জুলাইয়ের মধ্যে কর্কটে গোচরের সময় বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে। একে অপরের মধ্যে মনোমালিন্য ও ক্রোধের উদ্রেক হবে। এরপর পরিস্থিতি কিছুটা ইতিবাচক হতে পারে। সন্তানের প্রকৃতিতে পরিবর্তন আসবে এবং তারা মানসিক ভাবে আনন্দিত হবে। শিক্ষায় সন্তানসন্ততি যথেষ্ট সাফল্য লাভ করবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেমভালোবাসার ক্ষেত্রে বছরটি শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। পঞ্চমে রাহুর উপস্থিতি অপ্রত্যাশিত সাফল্য এনে দিতে পারে। প্রেমভালোবাসার ক্ষেত্রে অপরিসীম সাফল্য আসবে। রাহুর শুভ অবস্থানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারেন। সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর মন জয় করতে আপনাকে বিভিন্ন প্রয়াস চালাতে হবে। ভালোবাসার সুসম্পর্কের জন্য বিভিন্ন ইচ্ছা প্রকক্ষ পেতে পারে। মে-মাসে পঞ্চমে শুক্রের গোচরে সম্পর্ক আরো দৃঢ় হবে কারণ রাহু ও শুক্রের সহাবস্থান লক্ষ্য করা যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনুকূল সময়।

এইসময়কালে প্রেমজ বিবাহের সম্ভাবনা রয়েছে। বছরের শুরু থেকে মে- মাস পর্যন্ত সময়কাল অনুকূল হতে চলেছে। এইসময় একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। তবে মার্চ, জুলাই ও অগাস্ট মাসে যেকোনো ধরণের বিরোধ থেকে নিজেকে এড়াতে হবে। অন্যথায় সম্পর্ক ভেঙে যেতে পারে। বকরি গ্রহের গমনের ফলে বছরের শেষভাগে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই সময় সমস্ত রকম ভুল ধারণার বশবর্তী হয়ে কোনো প্রকার কঠিন সিদ্ধান্ত নেবেন না। ঠান্ডা মাথায় আলাপচারিতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। বাকি মাসগুলি শুভ হবে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

শনির অবস্থানের কারণে স্বাস্থজীবন এই বছর অনুকূল হবে। কোনো পুরোনো জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন। বছরের শুরুতে ছোটোখাটো রোগভোগ দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে যোগব্যায়ামের অভ্যাস করা উচিত। এছাড়া সুষম আহার এবং পানীয় গ্রহণ করা কর্তব্য। 

 কুম্ভরাশি :

২০২১ সালের কর্মজীবন :

কুম্ভরাশির জাতক জাতিকারা এই বছর কর্মজীবন বিশেষ বিড়ম্বনাপূর্ণ বলে মনে করা হচ্ছে। বহু প্রকার উত্থানপতনের মধ্য দিয়ে বছরটি অতিবাহিত হবে। সংযমের সঙ্গে এই বছর আপনাকে পদক্ষেপ নিতে হবে। বছরের শুরুতে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সমস্ত কাজ সময়মতো শেষ করতে সমর্থ হবেন। পেশা বা চাকুরী পরিবর্তনের ক্ষেত্রে জানুয়ারি, এপ্রিল ও মে- মাস অনুকূল হবে। আপনি আপনার পছন্দমত কাজ পেতে সক্ষম হবেন। 

জুন জুলাই মাসে কর্মস্থলে বিশেষ সচেতনতা নিয়ে কাজ করা উচিত। মঙ্গলের গোচরে প্রতিপক্ষ অধিক সক্রিয় হয়ে উঠবে এবং বিভিন্ন সময় আপনাকে উত্যক্ত করার চেষ্টা করবে। জুলাই এর শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময় শুভ। এইসময় ভাগ্য আপনার পক্ষে থাকবে। কর্মে উন্নতি হবে। অক্টোবর মাসে কর্মস্থল পরিবর্তনের ইচ্ছুক হলে সম্পন্ন হতে পারে। বছরের শেষে ডিসেম্বর মাসে সাফল্য আসবে। ব্যাবসায়ীদের নিজেদের কাজের সুবাদে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জুলাই, অগাস্ট ও ডিসেম্বর মাস কর্মজীবনে শুভ বলে বিবেচিত হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই বছর ফলাফল নির্ধারিত হবে। 

২০২১ সালের আর্থিকজীবন :

এইবছর অর্থনৈতিক পরিস্থিতি মিশ্র ফলাফল প্রদান করবে। শনি নির্দিষ্ট রাশিতে স্থিত হওয়ার ফলে আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল হতে পারে। এই সময় ব্যয় অত্যধিক হরে বাড়তে থাকবে যা আপনার পক্ষে ধরে রাখা কঠিন হবে। আর্থিক পরিস্থিতি সঙ্কটজনক হতে পারে। আয় স্থির থাকবে ব্যয় বাড়বে। এপ্রিল মাস পর্যন্ত এই সমস্যা চলতে পারে। 

সেপ্টেম্বরের মধ্যভাগ থেকে গ্রহের স্থান পরিবর্তন আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হতে পারে। তবে অর্থসঞ্চয় করা কঠিন হয়ে দাঁড়াবে। ১৫-ই সেপ্টেম্বর থেকে ১৫-ই নভেম্বর পর্যন্ত ধর্মীয় ও দাতব্য কাজে অর্থব্যয় হতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস আর্থিক ক্ষেত্রে অনুকূল প্রভাব ফেলবে। 

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার্থীরা এই বছর অনুকূল ফলাফল পেতে চলেছেন। যে সমস্ত ছাত্রছাত্রী আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রচুর সাফল্য পেতে চলেছেন। বিশেষত এপ্রিল মাসে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট হরে বৃদ্ধি পাবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে মানসিকভাবে প্রফুল্লময় ও মনোযোগী হয়ে বিদ্যালাভে সাফল্য লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে দেরি হতে পারে তবে ধৈর্য্য হারালে চলবেনা। প্রচেষ্টা চালিয়ে যান। শনির দৃষ্টিতে এই বছর আপনাকে পরিশ্রম করতে হবে। 

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীরা শুভ ফল পাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বর মাস আপনার পক্ষে শুভ মাস। প্রযুক্তিগত লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বছরটি স্বাভাবিক হবে। একই সাথে মিডিয়া, তথ্যপ্রযুক্তি এবং প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো ফল পাবেন। 

২০২১ সালের পারিবারিকজীবন :

পারিবারিক জীবনে এই বছর বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। রাহু চতুর্থঘরে সারাবছর অবস্থান করবেন ফলে পরিস্থিতি সর্বদা স্বাভাবিক থাকবেনা। পরিবারকে সময় দিতে সমস্যা দেখা দেবে। পরিবারের সঙ্গে আপনার মানসিক দুরুত্ব সৃষ্টি হতে পারে। প্রচুর অর্থ পারিবারিক কোনো কারণে ব্যয় হতে পারে। 

পারিবারিক দায়বদ্ধতা হেতু অর্থব্যয় হবে যা অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে। ভ্রাতাভগিনীদের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে। কলহ, বিবাদ ঘটতে পারে। পরিবারের প্রবীণ সদস্য স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন। যার ফলে আপনার মানসিক চাপ বাড়বে। এইবছর কাজের অবসরে যতটা পারেন পরিবারকে সময় দিন এতে পারিবারিক সমস্যার অনেকাংশে সমাধান হবে। 

২০২১ সালের বিবাহিতজীবন ও সন্তান :

কুম্ভের জাতক জাতিকার এই বছর বৈবাহিক জীবন সুখের হতে চলেছে। স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। উভয়ে কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতি করবে। অতীতের কোনো বিরোধের সমাধান হতে পারে। সুখে ও শান্তিতে জীবন অতিবাহিত করতে সক্ষম হবেন। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বছরের শুরুতে জীবনসঙ্গীর থেকে কিছু সুবিধা পেতে পারেন। 

এপ্রিল থেকে মে- মাস পর্যন্ত কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। জুলাই ও অগাস্ট মাসে পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে। কারণ স্পটলে রবির গোচর ও শনির পূর্ণ দৃষ্টির ফলে দাম্পত্যজীবন সমস্যা যুক্ত হতে পারে। এই কঠিন পরিস্থিতিতে কথাবার্তায় সংযম রাখুন। 

ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সন্তানের পক্ষে অনুকূল হতে চলেছে। জুলাই ও অগাস্ট মাসের মধ্যে তারা সাফল্য লাভ করবে এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটাবে। এইসময় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করবেন। শনির প্রভাবে সন্তানের কিছুটা স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। এইসময় আপনারা উভয়ের সন্তানের যত্ন নিতে হবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেম ভালোবাসার ক্ষেত্রে বছরটি অনুকূল হতে চলেছে। একে ওপরকে দেওয়া ছোটোখাটো উপহার সারাবছর রোমাঞ্চিত করবে। সম্পর্কের নিবিড়তা বৃদ্ধি পাবে। ভালোবাসা বিবাহে পরিণত হতে পারে। এপ্রিল মাস থেকে বৃহস্পতির পঞ্চমে গোচর এবং সপ্তমগৃহকে প্রভাবিত করার ফলে প্রেমঘটিত বিবাহের সম্ভাবনা রয়েছে। 

সাধারণত সারাবছর সুসম্পর্ক বজায় থাকলেও জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কর্মসূত্রে একে অপরের থেকে দূরে সরে যেতে হতে পারে। ফলে উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে পারে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন :

স্বাস্থ্য এই বছর উদ্বেগের সৃষ্টি করতে পারে। শনি আপনার রাশির উপর দ্বিগুন প্রবাব ফেলতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবার সম্ভাবনা প্রবল। ব্যাথা, বায়ুরোগ, অম্ল, জয়েন্টের ব্যাথা, এলার্জি, সর্দি এবং ঠান্ডা লাগার মতো ছোটোবড়ো সমস্যা সারা বছর চলতে পারে। যারফলে কর্মে মনোনিবেশ করাও কঠিন হয়ে পড়বে। 

ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না। যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। অন্যথায় জটিল রোগের আকার নিতে পারে। মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শারীরিক ভাবে নিজেকে যত্ন নিতে হবে। 

মীনরাশি :

২০২১ সালের কর্মজীবন :

মীনরাশির জাতক জাতিকাদের পক্ষে এই বছর কর্মজীবনে সাফল্য আসবে। কর্মস্থলে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। উচ্চপদস্থ কর্মচারীর সুনজরে পড়তে [পারেন। সকল সহকর্মীদের সঙ্গে আপনি সুসম্পর্ক   বজায় রাখতে সক্ষম হবেন। আপনার পরিশ্রমের ওপর নির্ভর করে ফলাফল প্রাপ্ত হবে। এটি আপনার পক্ষে অনুকূল হবে। আপনার পরিশ্রম উচ্চপদস্থ কর্মচারীর নজরে পড়বে। বছরের শুরুতে দশম গৃহে রবি ও বুধের সংমিশ্রনে শুভ হবে। অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসে সেলসের চাকুরীজীবীরা ভাগ্যবান হবেন। এবং তাদের কর্মে অগ্রগতি লক্ষ্য করা যাবে। প্রচেষ্টা ও পরিশ্রম চালিয়ে যান। 

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। এই যাত্রায় ভবিষ্যতে আপনি শুভ ফল, পাবেন। প্রবাসে কর্মজীবন শুরু করার থাকলে জাতক জাতিকার পক্ষে মাসগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। পেশা বা কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য ডিসেম্বর মাস অনুকূল হতে পারে। ব্যাবসায়ীদের পক্ষেও এই বছরটি অনুকূল হবে। দক্ষতার জোরে তাদের ব্যাবসার প্রসার ঘটবে এবং বিভিন্ন কৌশল বিকাশ করতে সক্ষম হবে। 

২০২১ সালের আর্থিকজীবন :

আর্থিক দিক থেকে এই বছর মিশ্র ফলাফল লাভ হবে। কারণ শনি রাশিচক্র থেকে একাদশ গৃহে অর্থিত আয়স্থানে অবস্থান করবেন। এক্ষেত্রে স্থায়ী উপার্জন ঘটবে আর্থিক স্থিতি থাকলেও ব্যয় বাড়বে। মঙ্গলের দ্বিতীয় স্থানে অবস্থান আর্থিক পরিস্থিতিকে কিছুটা উন্নতি ঘটাবে। এই অনুকূল অবস্থা এপ্রিল পর্যন্ত থাকবে। এই জাতীয় পরিস্থিতিতে অর্থ সঞ্চয় কিছুটা সম্ভব। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থনৈতিক বহু পরিবর্তন হতে চলেছে। এই সময় বৃহস্পতি দ্বাদশ গৃহে অবস্থান করায় অনিচ্ছাকৃত ব্যয়ের পরিমান বাড়তে পারে। সঞ্চয় থাকবেনা বললেই চলে। আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। 

জমিজমা সম্পর্কিত মামলা ঝুলে থাকলে এপ্রিল থেকে মে- মাসের মধ্যে তার নিস্পত্তি ঘটতে পারে এবং তার ফলাফল আপনার পক্ষেই থাকার সম্ভাবনা প্রবল। বেশ কিছু আর্থিক লাভের সঙ্গে নতুন সম্পত্তি বা যানবাহন ক্রয় করতে সক্ষম হবেন। 

২০২১ সালের শিক্ষাজীবন :

শিক্ষার্থীদের পক্ষে বছরটি শুভ হতে চলেছে। তবে শনির উপস্থিতি শিক্ষাজীবনে বহু প্রতিবন্ধকতা আনতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার লক্ষ্যে অবিচল থাকতে হবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকায় শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। নিজেকে অনেক বেশি উদ্দমী মনে হবে এবং মনোনিবেশ করতে সমস্যা হবেনা। 

২৫-শে সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি একাদশে গোচর এবং দৃষ্টি পঞ্চমে থাকার ফলে একমাত্র পরিশ্রমের দ্বারাই ফলাফল লাভ করতে পারবেন। যদি ফলাফল মনমতো না হয় তবুও পরিশ্রম চালিয়ে যেতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলাফল পেতে পারেন। বিশেষত এপ্রিল থেকে মে এবং অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় অনুকূল থাকবে। উচ্ছশিক্ষার ক্ষেত্রে বহু সুযোগ আসবে এবং সাফল্য লাভ ঘটবে। বছরের শুরুটা একটু বিলম্ব হলেও সাফল্য আসবে। 

২০২১ সালের পারিবারিক জীবন :

পারিবারিক জীবন সুখের হতে চলেছে। পৈতৃক সম্পত্তি বা কিছু আর্থিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক স্বচ্ছলতা ফিরে আসবে। ভ্রাতাভগিনীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে। পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং ভ্রমণের সম্ভাবনাও থাকছে। 

পিতামাতার স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্য যদি জটিল রোগে দীর্ঘদিন ভুগতে থাকে তবে এই বছর আরোগ্য লাভ হবে। এপ্রিল ও মে-মাস একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। কথাবার্তায় সংযমী হতে হবে। বাকি পুরোবছর পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কিছু পারিবারিক কারণে ব্যয় ঘটতে পারে যেখানে আপনার মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি পেতে পারে। 

২০২১ সালের বিবাহিতজীবন ও সন্তান :

দাম্পত্যজীবন সুখের হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে। মানসিক উদ্বেগ মুক্ত হতে পারবেন ফলে দাম্পত্যজীবন সুখের হবে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দাম্পত্যজীবন অত্যন্ত সুখের হতে চলেছে। অক্টোবর ও নভেম্বর মাস ও অনুকূল হবে। ৬-ই সেপ্টেম্বর থেকে ২২-শে অক্টোবর পর্যন্ত দাম্পত্যজীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। এই জাতীয় পরিস্তিতিতে কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। গৃহে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। 

শুভগ্রহের গোচরে বিবাহিত জীবন ও সন্তানের পক্ষে শুভ বলে মনে করা হচ্ছে। তৃতীয় গৃহে রাহুর অবস্থান সন্তানের সাফল্যের কারণ হতে পারে। কর্মস্থলে সন্তান সাফল্য পাবে, শিক্ষার ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে পারে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এবং দাম্পত্য বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে হবে। 

২০২১ সালের প্রেমজ জীবন :

প্রেমভালোবাসার ক্ষেত্রে এই বছর বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। শনি সারাবছর পঞ্চম গৃহে অবস্থান কবে ফলে সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। বেশ কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কিছুটা স্বস্তি পেতে পারেন। রাশিচক্রে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে প্রেমঘটিত বিবাহের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দুপক্ষের পরিবারের সম্মতি থাকবে। তবে অন্তর্বর্তী বিরোধের মীমাংসা সহজে হবেনা। 

২-রা জুন থেকে ২০-শে জুলাইয়ের মধ্যে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাবে। পানাকে এই সময় সতর্ক থাকতে হবে। ৫-ই ডিসেম্বরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। 

২০২১ সালের স্বাস্থ্যজীবন:

স্বাস্থ্য এই বছর স্বাভাবিকের থেকে ভালো হবে। ৬-ই এপ্রিল থেকে ১৫-ই সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতন হন। এই সময় রবি ও বৃহস্পতি দ্বাদশ গৃহে অবস্থান করায় স্বাস্থ্যহানি ঘটতে পারে। ২০-শে নভেম্বরের পর শারীরিক উন্নতি ঘটলেও ছোটোখাটো সমস্যা থাকবে। এক্ষেত্রে বাইরের খাবার বর্জন করুন। মানসিক ও শারীরিক সমস্যা এড়াতে যোগব্যায়ামের অভ্যাস করুন। এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন।    



 

 

   

 

   













শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

রত্নের ধারণা

 রত্নের ধারণা 

চুনী (RUBY ):

রবিগ্রহের রত্ন চুনী। 

প্রাপ্তিস্থান - মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলংকা, আফগানিস্তান, আফ্রিকার টাঙ্গানিকা, দক্ষিণ ভারতের প্রভৃতি স্থানে চুনী বা মানিক পাওয়া যায়। 

উপাদান - চুনী কোরান্ডাম শ্রেণীর পাথর, এলুমিনিয়াম ও অক্সিজেনের সংযোগে চুনী গঠিত হয়। 

কাঠিন্যতা - ৯ মোহজ স্কেল 

আপেক্ষিক গুরুত্ব - ৩.৯- ৪.১

প্রকৃতি - চুনী যথেষ্ট কঠিন পাথর এবং এটি সম্পূর্ণ স্বচ্ছ পাথর ফলে এর দ্যুতি বা উজ্জ্বলতা চমৎকার। 

চূণীর বৈশিষ্ট - করতলে প্রতিটি গ্রহের ক্ষেত্র মূল্যবান, তবে বৃহস্পতি ও রবির ক্ষেত্রগুলিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, কেননা, জ্ঞান ও বিদ্যা এবং ধন ও ধর্মের সঙ্গে সঙ্গে মানুষ সুনাম ও সুখ্যাতি পছন্দ করে। রবি প্রধানত যশ ও খ্যাতি প্রদান করে। তিনি আলোক প্রদান করেন। আলো না থাকলে পৃথিবীর সব সৌন্দর্য ঢাকা পরে যায়। চুনী মহারত্নটি এই আলো প্রদানকারী রত্ন। রবিকে তুষ্ট করতে হলে চুনী ধারণ করতে হয়। জীবনে সুনাম অর্জন করতে হলে অন্যান গ্রহের কৃপাও যেমন পেতে হবে, তেমনি অক্লান্ত পরিশ্রম ও শুভ চিন্তা থাকায় আবশ্যক। এবং চুনী এই সুনামেরই দ্যোতক। 

চুনীর প্রকারভেদ - পদ্মরাগ,কুরুবিন্দু,সৌগন্ধিক, নীলগান্ধীক প্রভৃতি। 

মূল্য - ন্যাচারাল চুনী মোটামুটি ১০০০ থেকে ১২০০ টাকা রতিতে শুরু। 


মুক্ত (Pearl ):

চন্দ্রের রত্ন হিসেবে মুক্ত ধারণ করা হয়। 

প্রাপ্তিস্থান -পৃথিবীর প্রায় সমস্ত সাগর, উপসাগর, যদি ও জলাশয়ে মুক্ত জন্মায়। শ্রীলংকা, ভারত, চীন, মায়ানমার, আরব, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে মুক্তার বাজার বিখ্যাত। 

মুক্ত ধারণের প্রয়োজনীয়তা :

মুক্ত ধারণ করলে জাতকের দেহ ও মনের উন্নতি সাধিত হয়। এই রত্ন চন্দ্রের কুফল নাশ করে। আয়ুর্বেদ হতে মুক্ত ভস্ম একটি উত্তম ওষুধ রূপে ব্যবহৃত হয়। মুক্ত কোনো খনিজ পদার্থ নয় আবার পাথর ও নয়। তবু মুক্তকে রত্ন হিসেবে ধরা হয়েছে, কেননা মুক্তার অশেষ গুন্। 

মুক্ত ধারণ করলে ঐশ্বর্য, সৌভাগ্য, সন্তান, শারীরিক দীপ্তি ও ধর্মলাভ ঘটে। এই রত্নটি সহজ লভ্য ও মানুষের পক্ষে পরম হিতকরী। কিন্তু সর্বাপেক্ষে সঠিক ও খাঁটি মুক্ত ধারণ বাঞ্চনীয়। 

মুক্ত নবগ্রহের মধ্যে চন্দ্রের প্রতিকূলতা দূর করে। এছাড়া বৃহস্পতি গ্রহেরও প্রতিকূলতা দুর করে। যেসকল ব্যাক্তির জন্ম কুণ্ডলীতে চন্দ্রের কুদৃষ্টি দেখা যায় বা চন্দ্র দুর্বল হয় অথবা ডায়বেটিস, গোদ, মূত্রাশয়ের রোগ, প্রস্রাবের জ্বালা যন্ত্রনা, কুসংসর্গে পড়া, ভ্রষ্টাচার, অধিক মদ্যপান প্রভৃতি কুঅভ্যাস দূর করে। সোমবার চাঁদ ওঠবার পর সোনার আংটিতে মুক্ত বসিয়ে পুরুষেরা দেন হাতের তর্জনী ও মহিলারা বাম  হাতের তর্জনীতে ধারণ করবেন। গলায়ও ধারণ করা যায়। এমনভাবে আংটি বানাতে হবে আঙুলের সঙ্গে স্পর্শ করে থাকে যেন। 

প্রবাল (CORAL):

প্রবালের রাসায়নিক উপাদান - ক্যালসাইট। 

আপেক্ষিক গুরুত্ব - ২.৬ - ২.৭

কাঠিন্য - ৩.৫ (মোহজ স্কেল)

প্রাপ্তিস্থান - ইতালির প্রবাল বিখ্যাত। এছাড়া শ্রীলঙ্কা, জাপান, তিউনিশিয়া, আলজেরিয়া, স্পেন, আফ্রিকা প্রভৃতি দেশে প্রবাল পাওয়া যায়। 

প্রবালের উপকারিতা -

জাতকের কোষ্ঠিতে মঙ্গলগ্রহ দোষযুক্ত হলে, প্রবাল ধারণে সেই সব কুপ্রভাব থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। খুন জখম, মারামারি, কাটাকাটি, মাথাগরম, শত্রূ ভয়, দুর্ঘটনা, অস্ত্রোপচার, ঝামেলা, মামলায় জড়িয়ে পড়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ায়, দুশ্চরিত্র হওয়া ইত্যাদি গ্রহ বৈগুণ্য প্রবাল ধারণে বহুলাংশে নির্ধারিত হয়। এছাড়া প্রবাল ধারণে ভালো যোদ্ধা, উত্তম শল্যচিকিৎসক, দক্ষ নির্মাণকর্মী ইত্যাদি হওয়া যায়। উপরন্তু প্রবাল ধারণে প্রবল উত্তেজনা, উচ্চরক্তচাপ ইত্যাদি দূর করে, বিবাহ যোগ সন্নিকটবর্তী করে। এককথায় প্রবাল প্রায় সর্ব অমঙ্গল নাশ করে, জাতককে বীর্যবান করে, শরীরে লাবণ্য বৃদ্ধি ঘটায়। মৃগীরোগী, হিস্টিরিয়া প্রভৃতি রোগের ক্ষেত্রেও প্রবাল শুভকর। তাই মুক্তার ন্যায় প্রবালের ব্যবহার অধিক পরিমানে হয়ে থাকে। 

বৈশিষ্ট -

প্রবাল নবরত্নের অন্যতম রত্ন হলেও অধিক পরিমানে পাওয়া যায় বলে এটি অল্পমূল্যে বিক্রি হয়। সাধারণ প্রবাল হলুদ বা ধূসর বর্ণের হয়, কিন্তু রত্ন বলে পরিচিত প্রবালের রং হলো কমলা, গোলাপি ও লাল। এদের Precious প্রবাল বলে।  

পান্না (EMRERALD):

পান্নার উপাদান - বেরিলিয়াম, এলুমিনিয়াম, সিলিকন ও ক্রোমিক অক্সাইড। 

আপেক্ষিক গুরুত্ব - ২.৬ - ৩.৮

পান্নার বিচ্ছুরণ - ০.০১৪

পান্নার কাঠিন্য - ৭-৮ (মোহজ স্কেল )

প্রাপ্তিস্থান - ভারতবর্ষের কাশ্মীর ও বিন্ধপর্বত, পাকিস্তান, রাশিয়া, পূর্ব জার্মানি, মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কলম্বিয়া ইত্যাদি দেশ। 

পান্নার উপকারিতা -

পান্না ধারণ করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আয়ুর্বেদ শাস্ত্রে পান্নাকে হৃদপিন্ড, মস্তিস্ক এবং যকৃৎ প্রভৃতির শক্তিদায়ক বলা হয়েছে। যেসকল ব্যাক্তির জন্মকুণ্ডলীতে বুধের কুদৃষ্টির কারণে রোগব্যাধি হয়, তিনি পান্না আংটিতে বসিয়ে ধারণ করলে রোগ আরোগ্য হয়। স্ত্রী পুরুষের মধ্যে স্থায়ী প্রেম রাখার জন্য পান্না ধারণ আবশ্যিক। স্মরণশক্তি বৃদ্ধি করতে, লেখাপড়া স্মরণ রাখার জন্য পান্নার ব্যবহার করা হয়।  ক্ষতি বা মন্দার মুখে পড়লে পান্না ব্যাবহারে সুফল মেলে। 

পান্নার প্রকৃতি -

পান্না বেরিল শ্রেণীর যথেষ্ট কঠিন পাথর এবং এটি সম্পূর্ণ স্বচ্ছ পাথর, ফলে এর উজ্জ্বলতা বা দ্যুতি চমৎকার। পান্না মহার্ঘ রত্নগুলির মধ্যে অন্যতম রত্ন। 

বৈশিষ্ট -

অতীতে ধন্ন্যাঢ্য ও বিজয়গর্বী রাজাদের নিকট পান্না প্রিয়রত্ন বলে পরিচিত ছিল। এই রত্ন ধারণে জ্ঞানের উদয় হয়, জাতকের ধর্মবোধ জাগিয়ে তোলে এবং দান ধ্যানের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। পূর্বকালে বলা হতো, যে রাজা এই রত্ন ধারণ করেন তাঁর হস্তী, অশ্ব, রথ প্রভৃতি লাভ হয় এবং তাঁর রাজ্যে বাণিজ্য বৃদ্ধি ঘটে। এছাড়া পান্না একটি বুধিকারক রত্ন, শোভনতায় পান্নার তুলনা নেই। 

পোখরাজ (TOPAZ ):

পোখরাজের উপাদান -

Fluorine, এলুমিনিয়াম ও সিলিকন। 

প্রাপ্তিস্থান - ভারতবর্ষ, শ্রীলংকা, জাপান, ব্রাজিল, রাশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, মায়ানমার ইত্যাদি দেশ। 

স্বচ্ছতা - সম্পূর্ণ স্বচ্ছ 

আপেক্ষিক গুরুত্ব - ৩.৯- ৪.১

কাঠিন্যতা - ৯ (মোহজ স্কেল)

বিচ্ছুরণ - ০.০১৪

কার্যকারিতা - পোখরাজ ধারণ করলে বৃহস্পতির দোষ খণ্ডিত হয়, জাতক আয়ু, লক্ষ্মী ধীশক্তি লাভ করে এবং জাগতিক বিবাদ থেকে মুক্ত হয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, পোখরাজ অম্লরস ও বাত ইত্যাদি রোগ নাশ করে এবং আয়ু, প্রজ্ঞা ও শ্রীবৃদ্ধি কারক হয়। 

বৃহস্পতি যাদের দুর্বল, সেইসব মানুষ মামলাবাজ হয়ে যায়। মোকদ্দমাবাজিতে সে বেশি আগ্রহী হয়ে পড়ে। অত্ত্যন্ত বাচাল হয়। নিজেকে সর্বদা যোগ্য ও বুদ্ধিমান মনে করে এবং অপব্যায়ী হয়। এদের দেহে মেদ বৃদ্ধি হয় ও যকৃতের রোগ, গ্রন্থি বেদনা, গলায় রোগ, টাইফয়েড জ্বর, দাঁতের রোগ, আমাশয়, স্নায়ুরোগ, অনিদ্রা,প্রদর, মাথার যন্ত্রনা, মৃগী, শ্বাসকষ্ট প্রভৃতি রোগ আক্রমণ করে। 

এইকারণে উপরিউক্ত রোগ হলে অথবা রোগীর রাশিতে বৃহস্পতি দুর্বল হলে পোখরাজ ধারণ করলে অব্যাহতি পাওয়া যায়।  

হীরা (DIAMOND):

হীরার উপাদান :

হীরা হলো কার্বন (C ) নামক মৌল পদার্থের রূপান্তরিত রূপ। 

প্রাপ্তিস্থান :

ভারত, দক্ষিণআফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা ইত্যাদি দেশ। 

কাঠিন্য - ১০ (মোহজ স্কেল)

আপেক্ষিক গুরুত্ব - ৩.৫

বিচ্ছুরণ - ০.০৪৪

কার্যকারিতা :

শুক্রের প্রতিকার রূপে হীরা ব্যবহার করা হয়ে থাকে। কারণ হীরা জীবনের কারক, যৌবনের কারক ও জন্মের কারক। এছাড়া সৌন্দর্যের কারণে অলংকারে হীরা ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে , আভিজাত্য প্রকাশের কারক হিসেবে এবং লোভনীয় বস্তু হিসেবে হীরা সংগ্রহ করা হয়। আবার বৈজ্ঞানিক কারণেও হীরার ব্যবহার লক্ষণীয়। কাঠিন্নতার কারণে হীরের গুঁড়ো দিয়ে হীরেকে ঘষা হয়। আর কোরান্ডাম, টোপাজ প্রভৃতি রত্ন পাথর ঘষতেও হীরার গুঁড়া ব্যবহার করা হয়। কাঁচ কাটতে বা শক্ত পাথরকে, ধাতুকে ছিদ্র করতেও হিরে ব্যবহার করা হয়। অস্বচ্ছ শ্রেণীর হীরক "carbonado " ব্যবহার করা হয়। 

জ্যোতিষীদের মতে যেসব রোগীর রাশিতে শুক্র দুর্বল, সেই সব ব্যাক্তিরা সাদা উজ্জ্বল হীরা ধারণ করলে শুভ ফল পেয়ে থাকে। শুক্রের প্রভাবে যেসকল রোগ হয় সেইসব দূরীকরণ করে হীরা। যেসকল ব্যাক্তির শুক্রের প্রভাব অশুভ অর্থ্যাৎ কুপ্রভাব রয়েছে তাদের শুক্রবার দিন প্রাতঃকালে স্নান করে নিজ ধর্মানুসারে ঈশ্বরকে স্মরণ করে হীরার আংটি ধারণ করা উচিত। 

 

নীলার উপাদান :

এলুমিনিয়াম অক্সাইড (Al2O3) 

প্রাপ্তিস্থান :

কাশ্মীর, শ্রীলংকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশ। 

নীলার আপেক্ষিক গুরুত্ব : ৩.৯ - ৪.১

নীলার কাঠিন্য : ৯ (মোহজ স্কেল)

নীলার বিচ্ছুরণ : ০.০১৪

কার্যকারিতা :

শনির অশুভ ফল দূর করতে এবং শনি প্রভাবিত কঠিন রোগের উপশমের জন্য নীলা মহারত্নটি ২ রতি থেকে ৭ রতি পর্যন্ত ধারণ যোগ্য। নীলা ধারণে রাজতুল্য ঐশ্বর্য ও মহাসাধক হওয়ার গুন্ লাভ করা যায়। 

যে ব্যাক্তির রাশিতে শনির কুদৃষ্টি থাকে বা শনি অশুভ অবস্থায় থাকে তারা নীলা ধারণ করতে পারেন। শনির নিম্নদৃষ্টিতে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে। আয় উপার্জন কমে যায়, অর্থহানি ঘটে, প্রত্যেক কার্যে বাধা এবং ক্ষতি হয় সেই সকল ব্যাক্তি নীলা ধারণ করলে সুফল পেয়ে থাকবেন। নীলা মানুষের মধ্যে শুদ্ধ ও পবিত্র বিচারশক্তি প্রদান করে। একাগ্রতা বাড়ায়, মানসিক শান্তি প্রদান করে এবং কুবিচারকে দূরীভূত করার জন্য নীলার গুরুত্ব অপরিসীম। নীলা ধারণের ফলে শত্রূ ও মিত্রে পরিণত হতে পারে। তবে শুদ্ধ ও পরিষ্কার নীলা ধারণ কর্তব্য। অন্যথায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। 




সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

রাশি হিসেবে ডিসেম্বর মাস কেমন কাটবে ? ২০২০

 রাশি হিসেবে ডিসেম্বর মাস কেমন কাটবে ? ২০২০

মেষরাশি -

এই মাসটিতে নিজেকে সংযত রাখতে হবে। যেকোনো সমস্যার মুখোমুখি হলে ধৈর্য্য ও সংযত হয়ে কাজ করতে হবে। এর মাধ্যমেই সমাধান সম্ভব। ব্যাবসায়ী ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ লেনদেন করতে পারেন। সন্তান সন্ততিদের থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে মাসটি আপনার পক্ষে যথেষ্ট অনুকূল হবে। জমি বাড়ি কেনার ব্যাপারে কাজ অনেকখানি এগিয়ে যাবে। বেশ কিছু আর্থিক লাভ পেতে পারেন। মাসের প্রথমভাগে মান, যশ কিছুটা কমতে পারে। আপনার প্রতিপক্ষ সক্রিয় হবে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় না রাখলে ভবিষতে সমস্যায় পড়তে পারেন। মাসের শেষের দিকে মঙ্গল সক্রিয় থাকায় ব্যাবসায়ে সাফল্য আসবে। ভ্রাতাভগিনীদের সঙ্গে সম্পর্কে ভালো হবে। শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। বিবাহিত জীবন মোটের ওপর সুখের হবে। পারিবারিক শান্তি রাখতে এড়িয়ে চলুন। 

বৃষরাশি -

কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। মাসের শেষ ভাগে স্ত্রীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। এই মাসে পরিবারের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন। আয়ের উৎস বাড়তে পারে। উদ্যোগে সাফল্য আসবে। গবেষণারত জাতক জাতিকার পক্ষে মাসটি অনুকূল হবে। সম্পর্কের তিক্ততা থেকে মুক্তি পাবেন। সম্পর্ক আরো মজবুত হবে। উচ্চপদস্থ কর্মচারীর সুনজরে পড়তে পারেন। বিবাহের ক্ষেত্রে মাসটি অনুকূল হবে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে। শুভ কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন। 
শিক্ষার্থীরা এই মাসে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। নতুন ব্যবসা শুরুর আগে বিনিয়োগ বুঝেশুনে করা প্রয়োজন। শত্রু অনেক বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। মাসের শেষে অর্হতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকরির সুযোগ আস্তে পারে। বেশ কিছু সময় হতাশা আপনাকে গ্রাস করতে পারে। ধর্মের প্রতি মন ধাবিত হবে। 

মিথুনরাশি -

পুরোনো আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে খ্যাতি বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সন্তানের সঙ্গে আচরণ ঠিক রাখুন। প্রচেষ্টায় সাফল্য আসবে। পিতার স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। আর্থিক ভাবে লাভবান হতে পারেন। প্রেমজ বিবাহ সুখের হবে। আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে। পদোন্নতি ঘটতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। সরকারি চাকরি প্রাপ্তির ব্যাপারে সাফল্য আসতে পারে। মাসের প্রথমার্ধে খ্যাতি বৃদ্ধি ঘটবে। অংশীদারি কারিবারিরা চুক্তির বিষয় ভালো ভাবে জেনে বুঝে নিন। স্ত্রীর স্বাস্থ্য উদ্বিগ্নের কারণ হতে পারে। শুক্রের গোচরের ফলে কারিগরি বিষয়ের সঙ্গে যুক্ত ব্যাক্তিরা সাফল্য পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। নব বিবাহিত দম্পতিদের শুভ খবর প্রাপ্তি ঘটতে পারে। 

কর্কটরাশি -

ব্যাবসায়ীদের পক্ষে মাসটি অনুকূল হবে। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বহু সুযোগ আসতে পারে। সন্তানসন্ততি সফল হবে। বিদেশে চাকরির জন্য যারা চেষ্টা করছেন, মাসের শেষে সেই সুযোগ আসতে পারে। কাজের পরিস্থিতি আপানার পক্ষে হবে। সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে। প্রত্যাশা পূরণ করতে পারবে। নতুন কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন। নতুন প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। বিপরীত লিঙ্গ আপনার প্রতি আকর্ষিত হবে। প্রতিপক্ষ সক্রিয় হবে। হাড়ের রজার সমস্যায় ভুগতে পারেন। রাহুর শুভ গোচরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাবেন। গৃহে আত্মীয় সমাগম ঘটতে পারে। 

সিংহরাশি -

ক্যারিয়ার গঠনের জন্য যারা পরিশ্রম করছেন এই মাসে তাদের প্রত্যাশা পূরণ হবে। মনোবল উচ্চ রাখুন। কোনো বিষয়ে বেশি উদারতা না দেখানোই ভালো। অর্থনৈতিক সাহায্য এই মাসে না করাই ভালো, নচেৎ সেই অর্থ আর পুনরুদ্ধার নাও হতে পারে। অংশীদারি ব্যাবসায়ীরা কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিপণন ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত ব্যাক্তিরা বহু সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সহযোগিতা করবে। বিবাহের কথাবার্তা এগোতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। রাজনৈতিক ব্যাক্তিরা চুড়ান্ত সাফল্য লাভ করতে পারেন। কর্মের সাথে সাথে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। শারীরিক সমস্যায় প্রায়শই পড়তে পারেন। যেকোনো সমস্যার সমাধান মাসের শেষভাগেই হবে। 

কন্যারাশি -

আমোদপ্রমোদ, বিনোদনের মধ্যে দিয়ে মাসটি অতিবাহিত হতে পারে। শেয়ার বাজারের সঙ্গে সম্পর্কিত ব্যাক্তিরা লাভবান হবেন। মনোবল শক্ত রাখতে হবে। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার কাজ বা ব্যবসার গতি বৃদ্ধি পাবে। মাসের মধ্যভাগ থেকে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। চর্মরোগের সমস্যায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি ঘটতে পারে। তবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে পারলে সমস্যার দ্রুত নিস্পত্তি ঘটতে পারে। কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই মাসেই ফলাফল পাবেন। অর্থনৈতিক লেনদেন কারবারে যুক্ত ব্যাক্তিদের সতর্ক থাকা উচিত। শত্রুরা ষড়যন্ত্র করে পেরে উঠবে না। আপনার গোপন বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। অপ্রোজনীয় বিরোধ থেকে নিজেকে দূরে রাখুন। শারীরিক ভাবে যত্নশীল হতে হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ পেতে পারে। 

তুলারাশি -

বড়ো পরিকল্পনাগুলো এই মাসে বাস্তবায়িত হতে পারে। বেশ কিছু অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। এই মাসে ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে। মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রাখুন। মনকে শান্ত রাখার চেষ্টা রাখুন। শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে। বৃহস্পতির গোচরে কর্মক্ষেত্রে ও অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসবে। আশাবাদী মনোভাবে উন্নতি ঘটতে পারে। স্ত্রীর যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। আপনার পরিচালনা দক্ষতা প্রশংসিত হবে। নতুন ব্যাবসায়ে সাফল্য আসতে পারে রবির গোচরের ফলে। আপনার কৃতিত্বে পিত গর্বিত হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে আরো পরিশ্রম করতে হবে। ২৪ শে ডিসেম্বর মঙ্গলের গোচরের ফলে ব্যাবসায়ে উন্নতি ঘটবে এবং আয়ের বিভিন্ন পথ খুলতে পারে। 

বৃশ্চিকরাশি -

দক্ষতা ও বুদ্ধিমত্তার দরুন অনেক জটিল কাজ এই মাসে আপনি সম্পন্ন করবেন। পারিবারিক কোনো সুসংবাদ পেতে পারেন। অবিবাহিত জাতিকাদের বিষের দিনক্ষণ নির্ধারিত হতে পারে। কর্মক্ষেত্রে আয়নার দক্ষতা ও খ্যাতি বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যর শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। মাসের শুরুতে আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে থাকবে। নতুন চাকরির ক্ষেত্রে সাফল্য আস্তে পারে। কাজের চাপ থেকে মুক্তি পটে পারেন। পোশাক ও গহনা ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা যথেষ্ট সফল হবেন। আয় বৃদ্ধি হবে। বন্ধুবান্ধব ও ভাইবোনদের সঙ্গে সম্পর্ক আন্তরিক হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য মাসটি আদর্শ। লেখাপড়ায় অগ্রগতি ঘটতে পারে। শত্রুরা আড়ালে নিন্দা করতে পারে। আপনার বিরুদ্ধে অপপ্রচার করতে পারে। তবে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে না। পেশির ব্যাথায় কষ্ট পেতে পারেন। চোখের সমস্যা ঠেকলে হালকা ভাবে দেখবেন না। 

ধনুরাশি -

পিতামাতার সাথে বিরোধের সমাধান এই মাসে ঘটতে পারে। মাসের প্রথমার্ধ স্বাভাবিক থাকবে। বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান ঘটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দৃঢ় হবে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে মাসটি অনুকূল নয়। কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এবং এই সমস্যা মাসের তৃতীয়ভাগে সমাধান হতে পারে। দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যাবসায়ে ও কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। গৃহে বিলাসবহুল আসবাব ক্রয় করতে পারেন। প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে সক্ষম হবেন। রবির গোচরে কিছু সমস্যার সমাধান হতে পারে। সন্তানের শিক্ষা উল্লেখযোগ্য ভাবে অগ্রগতি ঘটবে। 

মকররাশি -

এই মাসটি আপনার পক্ষে মিশ্র হবে। অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি পটে পারেন। মাসের শুরুতে মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারেন। সন্তান নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে সাফল্য আসবে। মানসিক ভাবে শক্ত হতে হবে এবং ইতিবাচক কাজে নিজেকে নিয়োজিত করুন। সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের পক্ষে মাসটি অনুকূল হবে। স্ত্রীর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ ঘটতে পারে। শত্রু বাড়বে এবং তারা ক্ষতির চেষ্টাও করবে। আপনাকে সতর্ক থাকতে হবে। পেশির ব্যাথায় কষ্ট পেতে পারেন। পরিবারের কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে। মাসের শেষভাগে নতুন ব্যাবসার পক্ষে অনুকূল হবে। শিল্পক্ষেত্রে যুক্ত ব্যাক্তিরা অপমানজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। স্ত্রীর সূত্রে কিছু আর্থিক প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। 

কুম্ভরাশি -

নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা সফল হতে পারে। বৈবাহিক জীবনে স্বচ্ছতা রাখুন। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। শিক্ষার্থীরা এই মাসে প্রত্যাশাপূর্ণ করতে পারবেন। তৃতীয় সপ্তাহে পারিবারিক বিরোধের সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজের শুভ ফলাফল পাবেন। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে হতে পারে। ধর্মীয় কাজে সময় ব্যয় হতে পারে। প্রযুক্তিগত কাজে বা ব্যাবসায়ে যুক্ত ব্যাক্তিরা সাফল্য পাবেন। মাইগ্রেন বা মাথা ব্যাথার সমস্যা  তাদের সমস্যায় পড়তে হতে পারে। অধীনস্থ কর্মচারীদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। আপনার আচরণে পরিবর্তন আনা প্রয়োজন। অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় হতে পারে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। হজমের গোলমাল হতে পারে। 

মীনরাশি -

আর্থিকভাবে সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পিতার সহযোগিতায় নতুন কোনো ব্যাবসায়ে বিনিয়োগ করতে পারেন। মাসের শুরুটা মন্থর হবে। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করুন। পরিচালনার দক্ষতার জন্য সমস্ত কাজ সুষ্ট ভাবে সম্পন্ন হবে। শুভাকাঙ্খীদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। বেসরকারি কর্মে যুক্ত ব্যাক্তিদের কাজের চাপ বাড়বে। আর্টস ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত জাতক জাতিকা কমপরিশ্রমে সাফল্যের মুখ দেখতে পারেন। সরকারি কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করতে পারেন। আবহাওয়ার পরিবর্তনের কারণে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। বেকার যুবক যুবতী মাসের তৃতীয় সপ্তাহে নতুন কাজের সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। বিবাহিত জীবন সুখের হবে। 










 

সোমবার, ২ নভেম্বর, ২০২০

গৃহের বাস্তুদোষ কাটাবার সহজ কিছু পদ্ধতি

 গৃহের বাস্তুদোষ কাটাবার সহজ কিছু পদ্ধতি : 

আমাদের সকলের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে। কারুক বেশি কারুর কম। এখানে বেশ কিছু ঘরোয়া নিয়ম আপনাদের জানাবো, যেগুলি আপনারা পালন করলে দ্রুত শুভফল পাবেন। এবং গৃহের বাস্তুদোষ থেকেও সম্পূর্ণ ভাবে মুক্তি পাবেন। যারফলে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থের আগমন ঘটবে, পরিবারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং সকল প্রকার বড়ো ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন। 
১. নিমপাতার ধোঁয়া :
আমরা সকলেই সন্ধ্যাবেলা বাড়িতে ধুনো দিয়ে থাকি। রোজ নাহলেও কম বেশি সকলেই এই পদ্ধতি অনুসর করি। এবং এটি আদিকাল থেকেই প্রচলিত একটা ধারণা। যখন ধুনো দেবেন ধুনুচিতে নিমপাতা দিয়ে সমস্ত ঘরে ধোঁয়া ছড়িয়ে দিন। এইভাবে একটানা এই পদ্ধতি আপনি অনুসরন করলে দ্রুত শুভ ফলাফল প্রত্যক্ষ করতে পারবেন। 
২. নুনের ব্যবহার :
ঘর মোছার সময় আমরা কমবেশি সকলেই ফিনাইল ব্যবহার করে থাকি। এবার সপ্তাহে অন্তত তিনটি দিন ঘর মোছার সময় জলে লবন মিশিয়ে নিন, এবং সেই জল দিয়ে ঘর, বারান্দা সমস্ত স্থান পরিষ্কার করুন। দ্রুত শুভফল পাবেন। 
৩.ঠাকুরঘর :
ঠাকুরঘর বাস্তুর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বলে বিবেচিত হয়। শোয়ার ঘরে ঠাকুর রাখবেন না। চেষ্টা করবেন ঠাকুর ঘর আলাদা করতে। ভাঙা মূর্তি ঠাকুর ঘরে রাখবেন না। এবং পূজাপাঠের সময় আপনার মুখ পূর্ব কোনে রেখে পূজা করবার চেষ্টা করবেন। ঠাকুরের মূর্তি বা ছবি পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করবেন। 
৪. Wind Chime :
বাস্তু ঠিক রাখার জন্য এবং গৃহে সর্বদা Positive এনার্জি বিদ্যমান রাখার জন্য একটি Wind Chime কিনে গৃহে  ঢোকার মুখে ঝুলিয়ে দিন। হালকা বাতাসের সঙ্গে এর মৃদুমন্দ আওয়াজ প্রচুর Positive এনার্জি সৃষ্টি করে। এরফলে আপনার গৃহে সুখ শান্তি বিদ্যমান থাকবে। অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন। 
৫.গৃহে গাছ রাখুন :
যে সমস্ত গাছ গৃহে শোভাবর্ধন করে তার যেকোনো একটি আপনার পছন্দ অনুযায়ী গৃহে প্রতিস্থাপন করুন। এটি বাস্তু প্রতিকারের অনন্য ভূমিকা পালন করে।  

ধনতেরাসের কোন বস্তু কেনা উচিত 
১. দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে লক্ষ্মীর আগমন ঘটায়। 
২.কালো কোনো দ্রব্য কিনবেন না। 
৩.তেল ব্যবহৃত হয় এমন দ্রব্য কিনবেন না। 
৪.রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা কেনা অত্যন্ত শুভ। 
৫..বাসন কিনতে পারেন। 
৬. সোনা বা রুপোর কোনো দ্রব্য ক্রয় করা যেতে পারে। 
৭. লক্ষ্মী শ্রী যন্ত্র। 
৮. মা লক্ষ্মী চরণ পাদুকা ব্রাস মেটাল। 

যেকোনো যন্ত্র বা বাস্তু প্রোডাক্টের জন্য যোগাযোগ করুন :


বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

দ্বাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল

দ্বাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল 


১. দ্বাদশপতি লগ্নে থাকলে জাতক মধুরভাষী, কান্তিমান, চিরকুমার, এবং প্রবাসী হয়। জাতক দুর্বল, কফ্ রোগী ও ধন ও বিদ্যাবর্জিত হয়।

২. দ্বাদশপতি দ্বিতীয়ে থাকলে জাতক কৃপণ, বাক অসংযমী ও অন্যায়কারী হয়। সে ব্যয়শীল ও বিষ্ণুভক্তিপরায়ণ হয়।

৩. দ্বাদশপতি  তৃতীয়ে থাকলে জাতক সর্বকনিষ্ঠ অথবা অল্প সহোদর যুক্ত হয়। সে কৃপণ ও বন্ধুগণের অপ্রিয় হয়। তার স্ত্রীর প্রতি টান থাকেনা।

৪.দ্বাদশপতি  চতুর্থে থাকলে জাতক রোগী, দুঃখী এবং তার পুত্র হতে স্ত্রীর মৃত্যুর কারণ সৃষ্ট হয়। জাতক সৎকর্মী হয়। তার পুত্রে সুখ হয়না।

৫. দ্বাদশপতি  পঞ্চমে থাকলে জাতক কোনো কাজে উপযুক্ত হয়না। জাতকের সন্তান পিতৃভক্ত হয়। পাপগ্রহ দ্বাদশপতি হলে জাতকের সন্তানহানি হয়।

৬. দ্বাদশপতি  ষষ্ঠে থাকলে জাতক অল্পায়ু, নিন্দিত চরিত্র ও কৃপণ হয়। জাতক মাতৃমৃত্যুকামী হয়।

৭. দ্বাদশপতি  সপ্তমে থাকলে জাতক বহুভাষী, দুশ্চরিত্র এবং স্ত্রীদ্বেষী হয়। সে ধন ও বিদ্যাবর্জিত হয়।

৮. দ্বাদশপতি  অষ্টমে থাকলে জাতক ব্যার্থকর্মী এবং আত্মধ্বংসকারী ব্যাক্তি হয়। সে সত্যবাদী, বায়শীল ও বিষ্ণুভক্তিপরায়ণ হয়।

৯. দ্বাদশপতি  নবমে থাকলে জাতক অস্থির, সম্পত্তিশালী হয়। সে তীর্থভ্রমণকারী হয়। তার ভার্যার প্রতি আকর্ষণ থাকেনা। সে কৃপণ হয়।

১০. দ্বাদশপতি  দশমে থাকলে জাতক পরস্ত্রীতে লোভহীন, পবিত্রশরীর, সৎপুত্রবান ও অর্থসঞ্চয়ী হয়। তার পুত্রসুখ থাকেনা।

১১. দ্বাদশপতি  একাদশে থাকলে জাতক দীর্ঘায়ু হয়। সে সত্যবাদী, কান্তিমান, দাতা, এবং পদস্থ ব্যাক্তি হন। এদের খ্যাতি  জন্মায়।

১২. দ্বাদশপতি  দ্বাদশে থাকলে জাতক বিত্তশালী, সামাজিক, দীর্ঘজীবী এবং ভূসম্পত্তিশালী হয়। তার কৃপণ স্বভাব হয়। এরা পশুপ্রেমী হয়ে থাকে।















মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

অষ্টমতির দ্বাদশভাবের অবস্থানগতফল

অষ্টমতির দ্বাদশভাবের অবস্থানগতফল 

১. অষ্টমতি লগ্নে অবস্থান করলে দ্বি-বিবাহের যোগ দেখা যায়। তার নানাপ্রকার বাধার সৃষ্টি হয়। জাতক ব্রনরোগী ও চিররুগ্ন হয়। সে শুভ আলোচনাহীন। কুবাক্যপ্রিয় ও চৌর্য স্বভাবের হয়। সে রাজানুগ্রহে লাভবান হয়।

২. অষ্টমতি দ্বিতীয়ে থাকলে জাতক পরধন অপহরণকারী এবং রাজতুল্য ক্ষমতাবান হলেও শত্রুযুক্ত থাকে। পাপগ্রহ অষ্টমতি হলে দ্বিতীয়ে থাকলে ৰাজকোঁপে ধনহানি হয়। শুভগ্রহ অষ্টমতি হলে এইসকল অশুভফল অধিক লাভ হয় না। জাতকের নষ্ট সম্পত্তির পুনরুদ্ধারের সম্ভাবনা থাকেনা।

৩.অষ্টমতি তৃতীয়ে থাকলে জাতক কুবাক্যপ্রিয়, বন্ধুবিরোধী, চঞ্চল স্বভাব হয়। তার ছোট ভ্রাতাভগনী হতে শোকোলাভ হয়। তার বিকৃত শরীর হয়।

৪. অষ্টমতি চতুর্থে থাকলে জাতকের পিতামাতার শরীর অসুস্থ থাকে। পিতার সহিত তার সদ্ভাব থাকে না। সে বন্ধুবিরোধী হয়। তার নীচমন, হিংসুক স্বভাব ও সে ভীতিযুক্ত হয়ে কালাতিপাত করে।

৫. অষ্টমতি পঞ্চমে থাকলে জাতকের সন্তান জন্মেনা। জন্মালেও দীর্ঘজীবী হয়না এবং সন্তানগণ ছলনাপ্রিয় হয়। জাতকের ভিতরে ধ্বংসাত্মক বুদ্ধি জন্মে। শুভগ্রহ হলে সুসন্তান লাভ হয়। তার গৃহে সঞ্চয়ের অভাব হয়। সহজে উন্নতি হয়না।

৬. রবি অষ্টমতি হয়ে ষষ্ঠে থাকলে রাজ্ কোপে ক্ষতি হয়, চন্দ্র স্বাস্থ্য ভঙ্গ যোগ থাকে, মঙ্গলে ক্রোধী ও কোপনস্বভাব হয়, বুধে সরীসৃপ জাতীয় কীট  দ্বারা ক্ষতি হয়, বৃহস্পতিতে অবনচক ও কৃষাঙ্গ হয়, শুক্রে প্রস্রাব পীড়া ও চক্ষুরোগ হয়,শনিতে বাক্যের জড়তা ও মুখে ব্যাধি হয়। অষ্টমতি ষষ্ঠে অবস্থান করলে জাতক নিত্যরোগী হয়। তার শৈশবে জল ও সর্পভীতি থাকে।

৭.অষ্টমতি সপ্তমে থাকলে জাতকের দাম্পত্য কলহের সৃষ্টি হয়। সে দুষ্ট প্রকৃতির হয় এবং নারী সম্পর্কিত বিষয় হতে লাঞ্ছনা ভোগ করে। তার দ্বিতীয় বিবাহের সম্ভাবনা থাকে।

৮. অষ্টমতি অষ্টমে থাকলে জাতকের পথের বাধা থাকেনা। সে দীর্ঘায়ু হয় এবং ব্যাবসার দ্বারা ধনোপার্জন করে। জাতক রোগহীন এবং খ্যাতিমান হয়। সে দ্যুতক্রীড়া পরায়ণ ও গুরুনিন্দুক হয়।

৯. অষ্টমতি নবমে থাকলে জাতকের পাপকর্মে প্রবৃত্তি জন্মে। সে হত্যাকারী হয়। জাতক নিঃসঙ্গ প্রিয়, ক্ষমতাহীন ও শ্লেষপরায়ণ হয়। সে পূজনীয় ব্যাক্তিকে সম্মান করেন না। জাতক আদর্শচ্যুত হয়। তার পরভার্যায় রুচি থাকে। তার সন্তান ব্যাপারে ঝঞ্ঝাট থাকে।

১০. অষ্টমতি দশমে থাকলে জাতক রাজসরকারের বৃত্তিভোগী, অলস ও নিচকর্মা হয় এবং বাল্যে মাতৃহানি হয়। শুভগ্রহ হলে শুভ হয়। কিন্তু জাতক ভীতিযুক্ত হয়ে কালাতিপাত করে।

১১. অষ্টমতি একাদশে থাকলে জাতক অল্পায়ু হয়, বাল্যে দুঃখভোগ করে পরিশেষে সুখভোগ করে। শুভগ্রহ হলে শুভগ্রহ হলে দীঘায়ু এবং বিত্তবান হয়। জাতকের পুত্রবধূ ও জামাতা হতে শান্তিলাভ হয়না। এদের লাভ কম হয় এবং গৃহে সঞ্চয় থাকেনা।

১২. অষ্টমতি দ্বাদশে থাকলে জাতক স্বেচ্ছাচারী, চোর, ও ঠগবাজ হয়। তার বিকট দেহ হয়, কারাগারে বা বন্ধনে মৃত্যু হয়। শুভগ্রহ হলে ঐসকল ভাবের শুভ হয়। অষ্টমতি অশুভগ্রহ হলে জাতক নিত্যরোগী হয়। বাল্যে জল ও সর্পভীতি থাকে। মৃত্যু সুখকর হয়না। 




































ষষ্ঠপতির দ্বাদশ ভাবের অবস্থানফল

ষষ্ঠপতির দ্বাদশ ভাবের অবস্থানফল 


১. ষষ্ঠপতি গ্রহ লগ্নে থাকলে জাতক স্বাস্থ্যবান, ব্যাধিহীন, উদ্দমশীল, শত্রুহন্তা, এবং আত্মীয়গণের কষ্টদাতা হয়। এরা সুবক্তা ও বাচাল হয়েও থাকে।

২. ষষ্ঠপতি গ্রহ দ্বিতীয় থাকলে জাতক ধন সঞ্চয়ী, খ্যাতিমান, পদস্থব্যাক্তি, দুষ্ট এবং চতুর হবে। তার পুত্র দ্বারা সম্পদ লাভ হয়। এরা প্রায়ই রোগভোগ করে থাকে।

৩. ষষ্ঠপতি গ্রহ তৃতীয়ে থাকলে জাতক বিত্তশালী, ক্রোধী, ভাতৃবিরোধী এবং সজ্জন হয়ে থাকে।

৪. ষষ্ঠপতি গ্রহ চতুর্থে থাকলে জাতকের সন্তানগণ শত্রু হয়। সে রোগী হয়। তার পৈতৃক সম্পত্তি হতে বিবাদ হয়। এবং ঐ সম্পত্তি নষ্ট করে। এর লক্ষ্মী নিজ ক্ষমতায় স্থায়ী থাকেন। সে মাতৃপীড়ক হয় অথবা মাতৃসুখ হয়না।

৫. ষষ্ঠপতি গ্রহ পঞ্চমে থাকলে জাতক রাজকোপ লাভ করে এবং পিতাপুত্র শত্রুতা হয়। সে দয়ালু ও স্বীয়কার্যে চতুর হয়। তাকে উদরঘটিত জটিল রোগে কষ্ট পেতে হয়।

৬. ষষ্ঠপতি গ্রহ ষষ্ঠে থাকলে জাতক স্বাস্থবান, কৃপণ স্বভাব, ও শত্রু হন্তা হয় এবং অস্বাস্থকর স্থানে বাস করে। এরা ধনবান হয়ে থাকে। কিন্তু স্বজাতির শত্রুতায় উত্যক্ত হয়ে থাকে।

৭. ষষ্ঠপতি গ্রহ সপ্তমে থাকলে জাতকের স্ত্রী বন্ধ্যা হয়। স্ত্রীর মৃতবৎসা দশ থাকে, স্ত্রী প্রচন্ড হয় এবং তার সহিত সদ্ভাব থাকেনা। মিত্রগ্রহ হলে বিবাদের পর সদ্ভাব সৃষ্টি হয়। ষষ্ঠপতি সপ্তমস্থ হইল জাতক ধনী ও কীর্তিমান হয়।

৮. ষষ্ঠপতি অষ্টমে থাকলে পীড়া হয়। রবি ষষ্ঠপতি হয়ে অষ্টমে থাকলে হিংস্র জন্তুর ভয়, চন্দ্রে আকস্মিক মৃত্যু ও গ্রহণী যোগ, মঙ্গলে সর্পভয়, বুধে বিষাক্ত পীড়া, বৃহস্পতিতে বুদ্ধির দুষ্টতা, শুকরে চক্ষুরোগ এবং শনিতে ক্ষয়রোগ সৃষ্টি হয়। ষষ্ঠপতি অষ্টমে হলে জাতক অতিরিক্ত ইন্দ্রিয়াসক্ত হয়ে পড়ে।

৯. ষষ্ঠপতি গ্রহ নবমে থাকলে জাতক গুরুনিন্দাকারী ও পণ্ডিতগণের বিরোধী হয়। সে খোসামোদপ্রিয় হয়। এরূপ জাতক অভাগা ও মূর্খ হয়ে থাকে।

১০. ষষ্ঠপতি গ্রহ দশমে থাকলে জাতক মাতার অপ্রিয় হয় এবং সন্তানপালনে মতি থাকে। সে পিতার সহিত শত্রুতা সৃষ্টি করে এবং কৰ্মস্থলে পদস্থ ব্যাক্তির শত্রুতা লাভ করে। এরূপ জাতক অত্যন্ত সাহসী হয়ে থাকে। ের একনিষ্ঠ কর্মী ও সুবক্তা হয়।

১১. ষষ্ঠপতি গ্রহ একাদশে থাকলে শত্রুর মৃত্যু দ্বারা জাতক শান্তি পায়। এবং তার রিপুর উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে চোর হতে ক্ষতিগ্রস্থ হয়। তার পুত্রবধূ ও জামাতার সহিত সদ্ভাব থাকেনা। এরা ডেয়ারি বা পোলট্রি ব্যাবসায়ে লাভবান হতে পারে।

১২. ষষ্ঠপতি গ্রহ দ্বাদশে থাকলে জাতক পরস্ত্রী গমন করে ও জীবহিংসা পরায়ণ হয়। তার শস্যহানি হয়। গ্রহ শুভ ও বলবান হলে জাতকের নানাপ্রকার বিগণনাশ হয়ে থাকে।






















শনিবার, ২৯ আগস্ট, ২০২০

তৃতীয়পতির দ্বাদশভাবের অবস্থানফল

তৃতীয়পতির দ্বাদশভাবের অবস্থানফল


১. তৃতীয়পতি লগ্নে থাকলে জাতক সেবাপরায়ণ হয়। সে দুষ্ট লোকের সহিত বন্ধুত্ব করে এবং বাকচতুর হয়, আত্মীয় হতে দূরে থাকে এবং তার কণ্ঠস্বরে ক্রুঢ়তার পরিচয় পাওয়া যায়। তার মধ্যে লাম্পট্য দশ জন্মাতে পারে।

২. তৃতীয়পতি ধনভাবে থাকলে জাতক অল্পায়ু, নির্ধন, বন্ধুবিদ্বেষী এবং ভিক্ষুক স্বভাব যুক্ত হয়, শুভগ্রহ হলে কতকাংশে শুভ হয় এবং সে ক্ষমতাশালী হয়।

৩. তৃতীয়পতি  তৃতীয়ে থাকলে জাতক সাহসী হয়, সে সদবন্ধুযুক্ত থাকে, রাজানুগ্রহ লাভ করে এবং গুরুভক্তিপরায়ণ হয়।

৪. তৃতীয়পতি চতুর্থে থাকলে অনুজ হতে লাভ করে, মাতার সহিত কলহ হয়, কিন্তু পিতাকে শান্তিদান করে, পিতার অর্থ ও সম্পত্তি অপহরণ করে।

৫. তৃতীয়পতি পঞ্চমে থাকলে জাতক সন্তান ও অনুজদ্বারা প্রতিপালিত হয়। সৎ আত্মীয় লাভ করে। সে দীর্ঘায়ু ও পরোপকারী হয়।

৬. তৃতীয়পতি ষষ্ঠে থাকলে জাতক চক্ষুরোগী, বিত্তবান ও বন্ধুদ্বেষী হয়।

৭. তৃতীয়পতি সপ্তমে থাকলে জাতকের স্ত্রী সুন্দরী ও ভাগ্যবতী হয়। ক্রুর বা পাপগ্রহ হলে দেবর গৃহবাসিনী হয়।

৮. তৃতীয়পতি  অষ্টমে থাকলে জাতব্যক্তি অনুজ হানি হয়। পাপগ্রহ হলে আট নয় বছর পর্যন্ত অনুজের পিড়াভোগ থাকে। এই সময় পর্যন্ত মৃত্যুযোগ থেকে দৈবাৎ বেঁচে থাকলেও তার বাহুদ্বয় বিকলাঙ্গ বা ভগ্ন হয়।

৯. তৃতীয়পতি নবম থাকলে জাতক বন্ধু দ্বারা পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত হয়। শুভগ্রহ তৃতীয়পতি হলে সৎকীর্তিশালী, অনুজপ্রিয় ও সদবন্ধুলাভ করে।

১০. তৃতীয়পতি দশমে থাকলে জাতক বোন্ধুগণের প্রিয়পাত্র হয়। সে মাতৃভক্ত বা রাজমান্ন হয়, কিন্তু সে স্ত্রীলোকের কথায় চলে।

১১. তৃতীয়পতি একাদশে থাকলে জাতক রাজা বা শ্রেষ্ঠ ব্যাক্তি নিকট হতে লাভবান হয়। সদবন্ধু লাভ করে ও তার বন্ধুবর্গের সাহায্যকারী হয়।

১২. তৃতীয়পতি দ্বাদশে থাকলে জাতক বন্ধুগণের দুঃখদাতা, প্রবাসী এবং বন্ধুবিরোধী হয়।





















একাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল

একাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল


১. একাদশপতি লগ্নে থাকলে জাতক ধনলোভী, দাতা, বীর ও ভাগ্যবান হয়। পিপাসার্ত হয়ে তার মৃত্যু হো। সচারচর জাতক অল্পায়ু হয়ে থাকে।

২. একাদশপতি দ্বিতীয় থাকলে জাতকের ধনসঞ্চয় হয়না। আয়বায় সমান থাকে। সে ভোজনবিলাসী হয়। তার শরীরে ব্যাধি থাকে তাই সে অল্পায়ু হয়। সচারচর এরা তীর্থদর্শন পরায়ণ হয়।

৩. একাদশপতি তৃতীয় থাকলে জাতক সদবন্ধুযুক্ত হয়। সে বন্ধুপ্রিয় হয়ে থাকে। এবং বন্ধুর শত্রুহন্তা হয়। এরা কুশলী হয়ে থাকে।

৪.  একাদশপতি চতুর্থে থাকলে জাতক ধার্মিক, পিতৃভক্তি ও দীর্ঘায়ু হয়।

৫. একাদশপতি পঞ্চমে থাকলে জাতকের সন্তানের সহিত মধুর সম্পর্ক থাকে। এবং পিতাপুত্র সমগুণসম্পন্ন হয়। সচারচর এরা সুখী হয়।

৬. একাদশপতি ষষ্ঠে থাকলে জাতক শত্রু মধ্যে বাস করে থাকে। সে দীর্ঘকাল ধরে রোগভোগ করে থাকে। এরা প্রবাসী ও পরসেবক হয়ে থাকে।

৭. একাদশপতি সপ্তমে থাকলে জাতক এক পত্নীবিশিষ্ট হয়। সে দীর্ঘায়ু, তেজস্বী ও শান্ত হয়। কন্যা লগ্ন হলে এরূপ জাতক কখনো দাম্পত্য সুখের হয়না।

৮. একাদশপতি অষ্টমে থাকলে জাতক অল্পায়ু হয়। সে রোগে জীবন্মৃত অবস্থায় থাকে এবং দুঃখী হয়। এদের বুদ্ধি কম হয়ে থাকে।

৯. একাদশপতি নবম থাকলে জাতক ধার্মিক এবং নানাশাস্ত্রে পন্ডিত হয়। পাপগ্রহ হলে জাতক ধর্মবর্জিত হয়। শুভগ্রহ হলে জাতক সত্যবাদী ও স্বধর্মেরত হয়।

১০. একাদশপতি দশম থাকলে জাতক দীর্ঘায়ু, বহু পুত্রপুত্রাদিযুক্ত ধোনি, পিতৃবিরোধী ও মাতৃভক্ত হয়। রাজতুল্য ব্যাক্তিগণও এদের পূজা করে থাকে।

১১.একাদশপতি একাদশে থাকলে জাতক রূপবান, শান্ত, জ্ঞানী, দীর্ঘায়ু এবং ধনী হয়। এরা বাগ্মী, পন্ডিত ও কবি হয়।

১২. একাদশপতি দ্বাদশে থাকলে জাতক অস্থির প্রকৃতির ও বিনা কারণে অন্যায়কারী হয়। সে দাতা, ও ভোগী হয়। সচারচর এরা ম্লেচ্ছ সংসর্গকারী, কামুক ও নির্ধনহয়ে থাকে। 




















শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

দশমপতি দ্বাদশ ভাবের অবস্থানফল

দশমপতি দ্বাদশ ভাবের অবস্থানফল 


১. দশমপতি লগ্নে থাকলে মাতৃবৈরী, পিতৃভক্তি, দুঃখী, ও বাল্যে পিতৃহীন হবার সম্ভাবনা থাকে। 

২. দশমপতি দ্বিতীয়ে থাকলে "ক্ষেত্র সিংহাসন যোগ" হয়। জাতক নিজ কর্মবলে প্রচুর ধন উপার্জন করে পোষ্যবর্গকে পোষণ করে থাকে। 

৩. দশমপতি তৃতীয়ে থাকলে জাতক ভাতৃবৎসল হয়, অধীনস্থ ব্যাক্তির ক্ষতি করতে অক্ষম হয়। এবং সমাজসেবায় যশোলাভ করে থাকে। 

৪. দশমপতি চতুর্থে থাকলে জাতক পিতামাতার অনুরাগী হয়। সে বহু সম্পত্তি এবং যানবাহন লাভ করে থাকে। রাজানুগ্রহ লাভ করে সে যশস্বী হয় এবং কর্মদ্বারা শ্রেষ্ঠবন্ধু লাভ করতে পারে। 

৫. দশমপতি পঞ্চমে থাকলে জাতকের কর্মে সৃজনী প্রতিভা থাকে। তার সৎপুত্রলাভ হয়। সে গীতবাদ্যপ্রিয় হয় এবং শ্রেষ্ঠ ব্যাক্তির নিকট হতে তার সম্মান লাভ হয়। 

৬. দশমপতি ষষ্ঠে থাকলে জাতক শত্রুহন্তা হয়। সে নিজ ক্ষমতায় শত্রুকে বশীভূত করতে পারে। এবং পিতার সম্পদের অধিকারী হয়। সে রাজানুগ্রহ লাভ করে থাকে। 

৭. দশমপতি সপ্তমে থাকলে জাতকের স্ত্রী সুন্দরী, সেবাপরায়ণা ও পুত্রবতী হয়। 

৮. দশমপতি অষ্টমে থাকলে জাতকের দুষ্টপ্রকৃতি জন্মে এবং সে মিথ্যাবাদী ধূর্ত ও চোর হয়। শুভগ্রহ হলে এই অশুভ ফল লাভ হয়না। শুভ হয়। 

৯. দশমপতি নবমে থাকলে জাতক ভাগ্যবান, চরিত্রবান, চিন্তাশীল ও শ্রেষ্ঠবন্ধুযুক্ত হয়। তার মাতা পুণ্যশীলা হয়। 

১০. দশমপতি দশমে থাকলে জাতক শ্রেষ্ঠব্যাক্তি, খ্যাতিমান এবং কর্মী হয়। তার মাতৃসুখে সুখী হয় এবং পিত শ্রেষ্ঠ ব্যাক্তি হন। 

১১.দশমপতি একাদশে থাকলে জাতক ধনী, খ্যাতিমান এবং শ্রেষ্ঠবন্ধুযুক্ত হয়। 

১২. দশমপতি দ্বাদশে থাকলে জাতক অলসপ্রকৃতি  ও কর্মবিমুখ হয়। সে পিতৃনিন্দুক হয়। শুভগ্রহ হলে বিপদ থেকে যুক্তিলাভ করে। 




















 

নবমপতির দ্বাদশভাবের অবস্থানফল

নবমপতির দ্বাদশভাবের অবস্থানফল 


১. নবমপতি লগ্নে থাকলে জাতক রাজকর্মী, সাহসী, বুদ্ধিমান, এবং দেব ও গুরুভক্তিপরায়ণ হয়। সে প্রশান্তবদন ও ভাগ্যবান হয়। কিন্তু কৃপণতা দোষে দৃষ্ট থাকে।

২. নবমপতি দ্বিতীয়ে থাকলে জাতক সম্মানী, বিখ্যাত, ধোনি, শান্ত, সংকীর্তিপরায়ণ, বিদ্বান ও চতুস্পদ জীবের অধিকারী হন।

৩. নবমপতি তৃতীয়ে থাকলে জাতক স্ত্রৈণ, বন্ধুপ্রিয় ও ধনবান হয়।

৪. নবমপতি চতুর্থে থাকলে জাতক কর্মদ্বারা বিখ্যাত হয়। তার সৎকীর্তি থাকে। সে ভূসম্পত্তির অধিকারী হয় এবং বন্ধুবর্গের হিতকামী হয়। জাতক পিতৃভক্তি পরায়ণ হয়ে থাকে।

৫. নবমপতি পঞ্চমে থাকলে জাতক দেবভক্তিপরায়ণ, এবং সৎপুত্রযুক্ত হয়। তার সুকৃতি থাকে। সে বুদ্ধিমান ও আদর্শবাদী হয়। তার ভিতরে গাম্ভীর্যপূর্ণ বুদ্ধির দীপ্তি থাকে। সে ভাগ্যবান হয়।

৬. নবমপতি ষষ্ঠে থাকলে জাতক আলস্যপরায়ণ ও খেলাধুলায় মত্ত থাকে। সে শত্রুর সহিত নম্র ব্যবহার করে থাকে। তার মাঝে মাঝে অন্যায় কর্মে প্রবৃত্তি জন্মায়। তার এই অধর্ম পরায়ণতায় উন্নতিতে বাধা বিগ্ন ঘটে থাকে।

৭. নবমপতি সপ্তমে থাকলে জাতকের স্ত্রী মধুভাষীনি হয়। সে ধার্মিক হয়, তার স্ত্রী সত্যপ্রিয়া ও লক্ষ্মীমতি হয়ে থাকে। জাতকের বাণিজ্য দ্বারা ভাগ্যবৃদ্ধি ঘটে থাকে।

৮. নবমপতি অষ্টমে থাকলে জাতকের জীবহিংসাপরায়ণ ও অসৎ হয়। তার স্বকীয় গৃহলাভ বহুকষ্টেও হয়না। সে বন্ধুবিরোধী হয়। পাপগ্রহ হলে জাতক ক্লীব, দুঃশীল ও ভাগ্যহীন হয়।

৯. নবমপতি নবমে থাকলে জাতক ভাগ্যবান, আদর্শবাদী এবং অতুল সম্পদের প্রভু হয়। তার স্বপ্ন সফল হয়। সে বন্ধুগণের সহিত বিবাদ করেনা। পাপগ্রহ হলে কুমতি প্রদান করে। শুভগ্রহ হলে পরম সৌভাগ্যবান, ধার্মিক, সত্যবাদী ও দেবদ্বিজে ভক্তিমান হোন।

১০. নবমপতি দশমে থাকলে জাতক সৎকর্মী, সৎবৃত্তিভোগী ও ধনী হয়। রাজকীয় সম্মান তার ভাগ্যে সকল সময় থাকে। তার মাতা সুখী হয়। জাতক ধর্মকার্য দ্বারা বিখ্যাত হয়।

১১. নবমপতি একাদশে থাকলে জাতক রাজানুগ্রহ লাভ করে, অগ্রজ হতে তার ভাগ্যোন্নতি হয়। সে অধিক স্নেহপ্রবণ ও ধার্মিক হয়। এরা পুণ্যবান বলে খ্যাত হয়।

১২.নবমপতি দ্বাদশে থাকলে জাতক সম্মানী, রূপবান ও বিদ্বান হয়। সে বিদেশে সম্মানলাভ করে। পাপগ্রহ হয়ে নবমপতি শত্রুগৃহে থাকলে জাতক ধূর্ত, অপব্যায়ী ও মন্দবুদ্ধিযুক্ত হয়।