মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ষষ্ঠপতির দ্বাদশ ভাবের অবস্থানফল

ষষ্ঠপতির দ্বাদশ ভাবের অবস্থানফল 


১. ষষ্ঠপতি গ্রহ লগ্নে থাকলে জাতক স্বাস্থ্যবান, ব্যাধিহীন, উদ্দমশীল, শত্রুহন্তা, এবং আত্মীয়গণের কষ্টদাতা হয়। এরা সুবক্তা ও বাচাল হয়েও থাকে।

২. ষষ্ঠপতি গ্রহ দ্বিতীয় থাকলে জাতক ধন সঞ্চয়ী, খ্যাতিমান, পদস্থব্যাক্তি, দুষ্ট এবং চতুর হবে। তার পুত্র দ্বারা সম্পদ লাভ হয়। এরা প্রায়ই রোগভোগ করে থাকে।

৩. ষষ্ঠপতি গ্রহ তৃতীয়ে থাকলে জাতক বিত্তশালী, ক্রোধী, ভাতৃবিরোধী এবং সজ্জন হয়ে থাকে।

৪. ষষ্ঠপতি গ্রহ চতুর্থে থাকলে জাতকের সন্তানগণ শত্রু হয়। সে রোগী হয়। তার পৈতৃক সম্পত্তি হতে বিবাদ হয়। এবং ঐ সম্পত্তি নষ্ট করে। এর লক্ষ্মী নিজ ক্ষমতায় স্থায়ী থাকেন। সে মাতৃপীড়ক হয় অথবা মাতৃসুখ হয়না।

৫. ষষ্ঠপতি গ্রহ পঞ্চমে থাকলে জাতক রাজকোপ লাভ করে এবং পিতাপুত্র শত্রুতা হয়। সে দয়ালু ও স্বীয়কার্যে চতুর হয়। তাকে উদরঘটিত জটিল রোগে কষ্ট পেতে হয়।

৬. ষষ্ঠপতি গ্রহ ষষ্ঠে থাকলে জাতক স্বাস্থবান, কৃপণ স্বভাব, ও শত্রু হন্তা হয় এবং অস্বাস্থকর স্থানে বাস করে। এরা ধনবান হয়ে থাকে। কিন্তু স্বজাতির শত্রুতায় উত্যক্ত হয়ে থাকে।

৭. ষষ্ঠপতি গ্রহ সপ্তমে থাকলে জাতকের স্ত্রী বন্ধ্যা হয়। স্ত্রীর মৃতবৎসা দশ থাকে, স্ত্রী প্রচন্ড হয় এবং তার সহিত সদ্ভাব থাকেনা। মিত্রগ্রহ হলে বিবাদের পর সদ্ভাব সৃষ্টি হয়। ষষ্ঠপতি সপ্তমস্থ হইল জাতক ধনী ও কীর্তিমান হয়।

৮. ষষ্ঠপতি অষ্টমে থাকলে পীড়া হয়। রবি ষষ্ঠপতি হয়ে অষ্টমে থাকলে হিংস্র জন্তুর ভয়, চন্দ্রে আকস্মিক মৃত্যু ও গ্রহণী যোগ, মঙ্গলে সর্পভয়, বুধে বিষাক্ত পীড়া, বৃহস্পতিতে বুদ্ধির দুষ্টতা, শুকরে চক্ষুরোগ এবং শনিতে ক্ষয়রোগ সৃষ্টি হয়। ষষ্ঠপতি অষ্টমে হলে জাতক অতিরিক্ত ইন্দ্রিয়াসক্ত হয়ে পড়ে।

৯. ষষ্ঠপতি গ্রহ নবমে থাকলে জাতক গুরুনিন্দাকারী ও পণ্ডিতগণের বিরোধী হয়। সে খোসামোদপ্রিয় হয়। এরূপ জাতক অভাগা ও মূর্খ হয়ে থাকে।

১০. ষষ্ঠপতি গ্রহ দশমে থাকলে জাতক মাতার অপ্রিয় হয় এবং সন্তানপালনে মতি থাকে। সে পিতার সহিত শত্রুতা সৃষ্টি করে এবং কৰ্মস্থলে পদস্থ ব্যাক্তির শত্রুতা লাভ করে। এরূপ জাতক অত্যন্ত সাহসী হয়ে থাকে। ের একনিষ্ঠ কর্মী ও সুবক্তা হয়।

১১. ষষ্ঠপতি গ্রহ একাদশে থাকলে শত্রুর মৃত্যু দ্বারা জাতক শান্তি পায়। এবং তার রিপুর উত্তেজনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে চোর হতে ক্ষতিগ্রস্থ হয়। তার পুত্রবধূ ও জামাতার সহিত সদ্ভাব থাকেনা। এরা ডেয়ারি বা পোলট্রি ব্যাবসায়ে লাভবান হতে পারে।

১২. ষষ্ঠপতি গ্রহ দ্বাদশে থাকলে জাতক পরস্ত্রী গমন করে ও জীবহিংসা পরায়ণ হয়। তার শস্যহানি হয়। গ্রহ শুভ ও বলবান হলে জাতকের নানাপ্রকার বিগণনাশ হয়ে থাকে।






















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন