বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

দ্বাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল

দ্বাদশপতির দ্বাদশভাবের অবস্থানফল 


১. দ্বাদশপতি লগ্নে থাকলে জাতক মধুরভাষী, কান্তিমান, চিরকুমার, এবং প্রবাসী হয়। জাতক দুর্বল, কফ্ রোগী ও ধন ও বিদ্যাবর্জিত হয়।

২. দ্বাদশপতি দ্বিতীয়ে থাকলে জাতক কৃপণ, বাক অসংযমী ও অন্যায়কারী হয়। সে ব্যয়শীল ও বিষ্ণুভক্তিপরায়ণ হয়।

৩. দ্বাদশপতি  তৃতীয়ে থাকলে জাতক সর্বকনিষ্ঠ অথবা অল্প সহোদর যুক্ত হয়। সে কৃপণ ও বন্ধুগণের অপ্রিয় হয়। তার স্ত্রীর প্রতি টান থাকেনা।

৪.দ্বাদশপতি  চতুর্থে থাকলে জাতক রোগী, দুঃখী এবং তার পুত্র হতে স্ত্রীর মৃত্যুর কারণ সৃষ্ট হয়। জাতক সৎকর্মী হয়। তার পুত্রে সুখ হয়না।

৫. দ্বাদশপতি  পঞ্চমে থাকলে জাতক কোনো কাজে উপযুক্ত হয়না। জাতকের সন্তান পিতৃভক্ত হয়। পাপগ্রহ দ্বাদশপতি হলে জাতকের সন্তানহানি হয়।

৬. দ্বাদশপতি  ষষ্ঠে থাকলে জাতক অল্পায়ু, নিন্দিত চরিত্র ও কৃপণ হয়। জাতক মাতৃমৃত্যুকামী হয়।

৭. দ্বাদশপতি  সপ্তমে থাকলে জাতক বহুভাষী, দুশ্চরিত্র এবং স্ত্রীদ্বেষী হয়। সে ধন ও বিদ্যাবর্জিত হয়।

৮. দ্বাদশপতি  অষ্টমে থাকলে জাতক ব্যার্থকর্মী এবং আত্মধ্বংসকারী ব্যাক্তি হয়। সে সত্যবাদী, বায়শীল ও বিষ্ণুভক্তিপরায়ণ হয়।

৯. দ্বাদশপতি  নবমে থাকলে জাতক অস্থির, সম্পত্তিশালী হয়। সে তীর্থভ্রমণকারী হয়। তার ভার্যার প্রতি আকর্ষণ থাকেনা। সে কৃপণ হয়।

১০. দ্বাদশপতি  দশমে থাকলে জাতক পরস্ত্রীতে লোভহীন, পবিত্রশরীর, সৎপুত্রবান ও অর্থসঞ্চয়ী হয়। তার পুত্রসুখ থাকেনা।

১১. দ্বাদশপতি  একাদশে থাকলে জাতক দীর্ঘায়ু হয়। সে সত্যবাদী, কান্তিমান, দাতা, এবং পদস্থ ব্যাক্তি হন। এদের খ্যাতি  জন্মায়।

১২. দ্বাদশপতি  দ্বাদশে থাকলে জাতক বিত্তশালী, সামাজিক, দীর্ঘজীবী এবং ভূসম্পত্তিশালী হয়। তার কৃপণ স্বভাব হয়। এরা পশুপ্রেমী হয়ে থাকে।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন