https://studio.youtube.com/video/4LCoRA2oAV8/edit
রবি থেকে শনি পর্যন্ত সবগুলি গ্রহের নিজ নিজ ঘর আছে বটে, কিন্তু রাহু ও কেতুর ঘর সম্পর্কে সুস্পর্ষ্ট ধারণা পাওয়া যায় না। তার কারণ রাহু ও কেতুর নিজস্ব ঘর নেই , রাহু ও কেতুর ঘর না থাকলেও কোনো কোনো ঘরে তারা উচ্চ ক্ষমতা প্রদর্শন করে। তাছাড়া তাদের সম্পর্কে ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে যা লিখিত আছে তা কোনো পাশ্চাত্য জ্যোতির্বিদ চিন্তাও করেন নি কখনো। এখানে রাহু কেতুর সম্পর্কে আলোচনা করবো।
রাহুর উচ্চস্থান ও নিম্নস্থান
রাহু মিঠুন রাশির ২০ অংশ পর্যন্ত উচ্চ। রাহু কুম্ভ রাশির মূল ত্রিকোণ। রাহু কন্যা রাশির স্বগৃহ। রাহুর শুক্র ও শনির মিত্র। রাহুর রবি, চন্দ্র ও মঙ্গল শত্রু। রাহুর বুধ ও বৃহস্পতি সম বা নিরপেক্ষ বলে মনে করা হয়।
কেতুর উচ্চস্থান ও নিম্নস্থান
কেতু ধনুর ৬ অংশ পর্যন্ত উচ্চ। কেতু সিংহ রাশির মূলত্রিকোন। কেতু মীন রাশির স্বগৃহ। কেতুর শুক্র ও শনির শত্রু। কেতুর রবি, চন্দ্র ও মঙ্গল মিত্র। কেতুর বুধ ও বৃহস্পতি সম।
গ্রহদের শুভ ও অশুভ দৃষ্টি
তৃতীয় ও দশম স্থানে গ্রহদের পাপদৃষ্টি বা একপদদৃষ্টি। নবম ও পঞ্চম স্থানে গ্রহদের দ্দিপাদ দৃষ্টি। চতুর্থ ও অষ্টম স্থানে গ্রহদের ত্রিপাদ দৃষ্টি। সপ্তম বা সম সপ্তমে গ্রহদের পূর্ণ দৃষ্টি।
এছাড়া তৃতীয় ও দশম শনি, পঞ্চমে ও নবম বৃহস্পতি, চতুর্থ ও অষ্টমে মঙ্গল পূর্ণ দৃষ্টি দান করে থাকেন।
রাহুর দৃষ্টি
রাহুর দৃষ্টি বিভিন্ন স্থানে পৃথক প্রথক হয়ে থাকে। কারণ সে বিপরীত পথে ভ্রমণ করেন। রাহুর পূর্ণ দৃষ্টি ৫ম, ৭ম,৯ম,১২ম স্থানে। রাহুর দিপাদ দৃষ্টি দ্বিতীয় ও দশম স্থানে। রাহুর অর্ধদৃষ্টি তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম স্থানে। দৃষ্টি নেই স্বস্থানে ও একাদশে।
https://studio.youtube.com/video/DmlD6SXbSQc/editকেতু ও রাহুর ক্রিয়া
রবি থেকে শনি পর্যন্ত সবগুলি গ্রহের নিজ নিজ ঘর আছে বটে, কিন্তু রাহু ও কেতুর ঘর সম্পর্কে সুস্পর্ষ্ট ধারণা পাওয়া যায় না। তার কারণ রাহু ও কেতুর নিজস্ব ঘর নেই , রাহু ও কেতুর ঘর না থাকলেও কোনো কোনো ঘরে তারা উচ্চ ক্ষমতা প্রদর্শন করে। তাছাড়া তাদের সম্পর্কে ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে যা লিখিত আছে তা কোনো পাশ্চাত্য জ্যোতির্বিদ চিন্তাও করেন নি কখনো। এখানে রাহু কেতুর সম্পর্কে আলোচনা করবো।
রাহুর উচ্চস্থান ও নিম্নস্থান
রাহু মিঠুন রাশির ২০ অংশ পর্যন্ত উচ্চ। রাহু কুম্ভ রাশির মূল ত্রিকোণ। রাহু কন্যা রাশির স্বগৃহ। রাহুর শুক্র ও শনির মিত্র। রাহুর রবি, চন্দ্র ও মঙ্গল শত্রু। রাহুর বুধ ও বৃহস্পতি সম বা নিরপেক্ষ বলে মনে করা হয়।
কেতুর উচ্চস্থান ও নিম্নস্থান
কেতু ধনুর ৬ অংশ পর্যন্ত উচ্চ। কেতু সিংহ রাশির মূলত্রিকোন। কেতু মীন রাশির স্বগৃহ। কেতুর শুক্র ও শনির শত্রু। কেতুর রবি, চন্দ্র ও মঙ্গল মিত্র। কেতুর বুধ ও বৃহস্পতি সম।
গ্রহদের শুভ ও অশুভ দৃষ্টি
তৃতীয় ও দশম স্থানে গ্রহদের পাপদৃষ্টি বা একপদদৃষ্টি। নবম ও পঞ্চম স্থানে গ্রহদের দ্দিপাদ দৃষ্টি। চতুর্থ ও অষ্টম স্থানে গ্রহদের ত্রিপাদ দৃষ্টি। সপ্তম বা সম সপ্তমে গ্রহদের পূর্ণ দৃষ্টি।
এছাড়া তৃতীয় ও দশম শনি, পঞ্চমে ও নবম বৃহস্পতি, চতুর্থ ও অষ্টমে মঙ্গল পূর্ণ দৃষ্টি দান করে থাকেন।
রাহুর দৃষ্টি
রাহুর দৃষ্টি বিভিন্ন স্থানে পৃথক প্রথক হয়ে থাকে। কারণ সে বিপরীত পথে ভ্রমণ করেন। রাহুর পূর্ণ দৃষ্টি ৫ম, ৭ম,৯ম,১২ম স্থানে। রাহুর দিপাদ দৃষ্টি দ্বিতীয় ও দশম স্থানে। রাহুর অর্ধদৃষ্টি তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম স্থানে। দৃষ্টি নেই স্বস্থানে ও একাদশে।
যাদের কোষ্ঠিতে রাহু ও কেতুর ভাব দেখা যায় তারা এই পোস্ট টি দেখুন নিজেরাই বিচার করতে পারবেন। আর কোনো সমস্যা হলে যোগাযোগ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন