বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

গ্রহগণের কেন্দ্রস্থফলের উল্লেখ 

রবি - জাতক ক্রূর , কৃতান্ত সদৃশ, শ্রবণশক্তিহীন,অতিমূঢ, সদা ক্ষুধিত, মস্তক ও চক্ষুরোগী,পরদাররত, এবং প্রবাসী হয়। 

চন্দ্র - জাতক বন্ধুজনের উপকারী, বিভবশালী,বিনীত,স্মৃতিশাস্ত্র বিশারদ, দীর্ঘায়ু, ও মনোরম স্ত্রীযুক্ত হয়। 

মঙ্গল - কদাকার শরীর, অস্বচরিত্র, বাসনাযুক্ত, কুকর্মে বায়কারী, আত্মীয়গণের অর্থনাশকারী, চিররুগ্ন, পরস্ত্রী তে আসক্ত হয়। 

বুধ - জাতক প্রভূত বুদ্ধিমান, বহুস্ত্রীযুক্ত, বিদ্যানুরাগী,গুরুভক্ত, বিপ্র ও সাধুজনের ভক্ত, এবং ধর্মপরায়ণ হয়। 

বৃহস্পতি- জাতক অতিধর্মপরায়ণ,রাজতুল্য,অথবা মন্ত্রী হওয়ার যোগ থাকে। ধর্মার্থ কাম ইত্যাদিতে সদা অভিলাষী, সুন্দরী স্ত্রী যুক্ত এবং রূপবান হয়। 

শুক্র - জাতক সুখী, সুপরিচ্ছদধারী, স্বজনানুরাগী,সুপত্নী যুক্ত, গুণবান,ধনবান,সুবুদ্ধি সম্পন্ন,কুলপ্রদীপ স্বরূপ, এবং দীর্ঘজীবী হয়। 

শনি- জাতক খল স্বভাব, চিরদরিদ্র,রোগী, কুরুপ, বাসনযুক্ত কুদাররত, পরোকার্য নাশকারী,এবং অপরের দাস হয়। 

রাহু - জাতক অতিশয় খলপ্রকৃতিযুক্ত, কদাকার শরীরবিশিষ্ট, কুমতিযুক্ত,কুকার্যরত,পরোপকারী,পরভাগ্গে ভোগী, রোগী, বাসনানুরাগী, এবং পরদারগামী হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন