শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আর্থিক উন্নতির কিছু উৎকৃষ্ট মন্ত্র সাধনা

আর্থিক উন্নতির কিছু উৎকৃষ্ট মন্ত্র সাধনা :

তিনমাসে অর্থলাভ হেতু কুবের মন্ত্র : নিম্নলিখিত মন্ত্রটি প্রতিদিন ১০৮ জপে মন্ত্র সিদ্ধ হবে। এবং তিনমাসের মধ্যে আর্থিক উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটবে। 

যথায় কুবেরায় বৈশ্রবণায়, ধনধান্যধিপতিয়ে সমৃদ্ধি মে দেহি দাপায় স্বাহা। 

অর্থপ্রাপ্তি হেতু ২১ দিনের সাধনা মন্ত্র : নিম্নলিখিত মন্ত্রটি মাটির প্রদীপ এবং মাটির মালা নিজহস্তে প্রস্তুত করে ২১ দিন ১০৮ বার মন্ত্রটি জপ করলে সিদ্ধ হলে আর্থিক উন্নতি ঘটবে। 

ওঁ নমো পদ্মাবতী পদ্মনেত্র বজ্র বজ্রংকুশ প্রত্যক্ষংভবতী। 

লক্ষ্মী সিদ্ধি : নিম্নোক্ত মন্ত্র একমালা অর্থাৎ ১০৮ বার করে দৈনিক জপ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। 

ওঁ নমো হ্রীং শ্রীং  শ্রীং  শ্রীং ক্রীং শ্রীং ক্রীং শ্রীং ক্লীং শ্রীং লক্ষ্মী মম ধনং চিন্তা দূরং করোতি স্বাহা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন