নীচস্থ গ্রহ
অশুভ গ্রহ নীচস্থ হলে অশুভ ফল কমে যায়।
নীচস্থ গ্রহ অন্য তুঙ্গী গ্রহের সঙ্গে থাকলে তার নীচস্থ ভাব ভঙ্গ হয় তাকে বলা হয় নীচভঙ্গ যোগ।
শুভ গ্রহ নীচস্থ হলে শুভ ভাব কমে যায়।
তুঙ্গী গ্রহ বক্রী হলে প্রায় নীচস্থ ভাব হয়।
বিভিন্ন যোগ
বুধ ও বৃহস্পতি যোগে - লেখক, শিল্পী, সংগীত প্রিয়, এবং অভিনেতা।
বুধ ও শুক্র যোগে - বক্তা, কৌতুকপ্রিয়, ভূমিলাভ।
বুধ ও শনি যোগে - গুরুজনের অবাধ্য, প্রতারক। শুভ স্থানে থাকলে গম্ভীর, যোগী।
বৃহস্পতি ও শুক্র যোগে - ধনী, বিদ্বান ও ধার্মিক।
বৃহস্পতি ও শনি যোগে - ধনী, চক্ষুরোগী।
বৃহস্পতি ও শনি ( শনি লগ্নপতি হলে ) - শুভ, কৃষিকার্যে বা ব্যাবসায়ে অর্থ। একে বলে সৌরি গুরু যোগ।
শুক্র ও শনি যোগে - লেখক, কুবুদ্ধি নারীর দ্বারা ধনলাভ।
কালসর্পদোষ
জন্মলগ্নে যদি রাহু ও কেতুর একপাশে সবকটি গ্রহ স্থিত হয় তাহলে তাকে বলে কালসর্পদোষ। এই যোগ খুব অশুভ যোগ। এই যোগ থাকলে তা শুভফল এবং রাজযোগ প্রভৃতি নষ্ট করে।
সুতরাং অন্য গ্রহাদির আগে রাহু এবং কেতুর প্রতিকার কর্তব্য।
কয়েকটি ক্ষেত্রে কালসর্পদোষ মন্দ ফল দেয়না।-
১. একাধিক শুভযোগ থাকলে।
২. একাধিক স্বক্ষেত্রী গ্রহ বা মিত্রদৃষ্ট থাকলে।
৩. লগ্নে বুধ বা বৃহস্পতি থাকলে।
৪. রাহু লগ্নের তৃতীয়ে, ষষ্ঠে বা একাদশে থাকলে।
রাহুর স্থিতিফল
মেষে - সম্পত্তি ও পারিবারিক সুখলাভ।
বৃষে - সম্পত্তি, অর্থ ও বিদ্যা।
মিথুনে - স্ত্রী পুত্রের অর্থকষ্ট, শত্রু থেকে চিন্তা।
কর্কটে - অর্থ, শক্তি ও সম্পত্তি।
সিংহে - শোক, অর্থনাশ, মানহানি।
কন্যায় - ঐশ্বর্য, উচ্চ অবস্থা।
তুলায় - শোক, অর্থক্ষয়।
বৃশ্চিকে - মান, অর্থ, সম্পদ, শত্রুজয়।
ধনুতে - সম্পত্তিনাশ, অকৃতকার্য।
মকরে - ঐশর্য।
কুম্ভে - রোগ, শোক।
মীনে - আত্মীয়নাশ, চৌর্যভয়, অগ্নিভয়।
কেতুর স্থিতিফল
মেষে - সম্পত্তিনাশ, অবনতি।
বৃষে - ধর্ম অনুষ্ঠান, যাগযজ্ঞ, তীর্থযাত্রা।
মিথুনে - সম্মান, যশ, যানবাহন।
কর্কটে - অর্থনাশ, আধ্যাত্মিক উন্নতি।
সিংহে - অর্থ, সম্মান, আধ্যাত্মিক শুভ, শিল্পী।
কন্যায় - বিপদ, অগ্নি, অর্থক্ষয় ও শোক।
তুলায় - অর্থ, সৎবন্ধু, আত্মীয়সহভাব।
বৃশ্চিকে - পরাজয়, দৈন্য।
ধনুতে - গৃহে উৎসব, মান, ভালো অবস্থা।
মকরে - পুত্রনাশ।
কুম্ভে - রোগ, ঋণ, বিপদ।
মীনে - অর্থ, বিদ্যা শিক্ষক, যানবাহন।
লগ্নে রাহু ও শনি- জাতকের মায়ের পীড়া, প্রসব বেদনা।
সপ্তমপতি সহ রাহু ধনু বা মীনে - যৌন প্রবৃত্তি।
রাহু দশমে দশমপতি ও শনি , তৃতীয় - ধনী , দার্শনিক, দাতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন